এবার ভারতীয় জাদুঘরে (Indian Museum) করোনার থাবা। করোনা (corona)আক্রান্ত হয়ে মৃত্যু জাদুঘরে কর্তব্যরত সিআইএসএফ আধিকারিক৷ তাঁর সংস্পর্শে আসা ৩৩ জন সিআইএসএফ জওয়ানকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে৷ জানা গিয়েছে, শুক্রবার কলকাতা মেডিকেল কলেজ (Calcutta Medical College)ও হাসপাতালে মৃত্যু হয় সিআইএসএফ এক আধিকারিকের৷ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদমর্যাদার ওই জওয়ান ভারতীয় জাদুঘরে কর্মরত ছিলেন৷ তিনি পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা৷
সিআইএসএফ আধিকারিকের মৃত্যুর জেরে ব্যারাকে থাকা ৩৩ জন সিআইএসএফ আধিকারিককে কোয়ারেন্টাইনে পাঠানো হল৷ এবং জাদুঘর কর্তৃপক্ষ ই-মেল করে জাদুঘরে সমস্ত কর্মীকে কাজে আসতে নিষেধ করেছে৷ জাদুঘর ও সংলগ্ন ব্যারাক জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে। এর আগেও মুম্বইয়ের করোনায় আক্রান্ত ১১ জন সিআইএসএফ জওয়ান৷ মুম্বইয়ের এয়ারপোর্টে কর্তব্যরত ছিলেন তাঁরা৷
তবে এই জওয়ানদের মধ্যে সেই সময় করোনার কোনও উপসর্গ দেখা যায়নি৷ কিন্তু তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হয়৷ এছাড়া আক্রান্ত হয়েছেন এক বিএসএফ অফিসার ও আর এক সিআইএসএফ জওয়ান। গত শনিবার তাদের আক্রান্ত হবার রিপোর্ট প্রকাশে এসেছে। সেই প্রথম প্যারামিলিটারি ফোর্সের কেউ আক্রান্ত হলেন।
জানা গিয়েছে, ৫৭ বছর বয়সী ওই বিএসএফ অফিসার মধ্যপ্রদেশের গোয়ালিয়রের অফিসার ট্রেনিং অ্যাকাডেমি তে কর্মরত। তাঁর কোনও আত্মীয় সম্প্রতি ইউকে থেকে ফিরেছেন বলে সূত্রের খবর। সেখান সংক্রমন বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি বিএসএফের সেকেন্ড ইন কমান্ড অফিসার। তিনি অসুস্থ হওয়ায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর সংস্পর্শে আসা ১২ জন অফিসারকে কোয়ারেন্টাইনে রাখা হয়৷