একটি ইংরেজি দৈনিককে দেওয়া একান্ত সাক্ষাতকারে কলার আইডেন্টিফিকেশন করা সংস্থা ট্রুকলারের ম্যানেজিং ডিরেক্টর একটি বিস্ফোরক তথ্য তুলে ধরেন | তিনি বলেন ভারতে প্রতি প্রতি পাঁচ জন মহিলার অন্ততঃ একজন ফোন কল বা মেসেডের মাধ্যমে যৌন কুপ্রস্তাবের শিকার হন | বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে তারা সে নম্বর হয় ব্লক করে দেন | শতকরা যার হার ৮৫শতাংশ | বাকি ১২শতাংশ মহিলা এর বিরুদ্ধে নির্দিষ্ট জায়গায় অভিযোগ করেন | তাই সংস্থা মহিলাদের মধ্য সাহস বাড়াতে মেক দি কল প্রচার শুরু করেন | পাটিলের বক্তব্য অনুযায়ী মহিলাদের অভিযোগের ভিত্তিতেই এই যৌন হেনস্থা বন্ধের উপযোগী ফিচার নতুন করে বানাতে সক্ষম হবেন তারা |
শুধু ভারত নয় আরো অন্যান্য দেশে এই বিষয়ে সমীক্ষা চালানো হয়েছিল | তাতে দেখা যায় ইজিপ্টে মহিলাদের হাল সবচেয়ে খারাপ | সেখানে মহিলারা এই যৌন হেনস্থার ধরন বুঝতেই পারেননা বলে তাদের সঙ্গে কথা বলে দাবি করেছে সংস্থাটি | ভারতে ৪২শতাংশ মহিলা যৌন হেনস্থা বলে এই ধরনের অবাঞ্ছিত কল বা মেসেজকে গণ্য করলেও তা নিয়ে অধিকাংশ সময়েই কোন অভিযোগ দায়ের করেন না | এই ঘটনা রুখতে যে বিশেষ কিছু উপায় বাতলেছেন সংস্থাটির থিঙ্ক ট্যাঙ্কেরা সেগুলির মধ্যে উল্লেখ্য কোন কলার যদি এমন পাঁচ মহিলাকে যৌন হেনস্থা করে কল বা মেসেজের মাধ্যমে তবে তাকে স্পাম হিসেবে বিশেষ রঙে চিহ্ণিত করা পরিকল্পনা নেওয়া হয়েছে |
যাতে মহিলা কলারেরা আগে থেকেই সতর্ক হতে পারেন | সমীক্ষা থেকে জানা যায় বিশ্বের নানা দেশের মধ্যে ভারতেই সবচেয়ে বেশি অভিযোগ এই বিষয়ে দায়ের করেন মহিলারা |ভারতের যে জায়গাগুলিতে এই প্রবণতা বেশি দেখতে পাওয়া যায় সেগুলি হল চেন্নাই, নিউ দিল্লি ,পুণে ও কলকাতা | ব্রাজিল ,কেনিয়া ও ইজিপ্টে এর হার সর্বাধিক বলেও উল্লেখ সমাক্ষাটিতে |