দেশজুড়ে প্রবল ভাবে ছড়াচ্ছে করোনা আতঙ্ক। এরই মধ্যে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৯ । তবে ভারতীয়দের এখনই কোভিড-19 করোনা ভাইরাস নিয়ে আতঙ্কে কোনও কারণ নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-র তরফে জানানো হয়েছে, ভারতে যে ক’জনের শরীরে করোনা ভাইরাস মিলেছে, তাঁদের প্রত্যেকেই হয় বিদেশি নয়তো এই সময়ের মধ্যে তাঁর বিদেশ থেকে ঘুরে এসেছেন।
চিনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে। প্রবীণদেরই এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেশি। ৩০ বছরের কম বয়সীদের মধ্যে মৃত্যুহার সবচেয়ে কম। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৬ জন। কিন্তু বুধবার সকাল পর্যন্ত সেই সংখ্যা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ২৯।
এরমধ্যে ৩ জন কেরলের করোনা আক্রান্ত ব্যক্তি। যাদের চিকিৎসার পর গত সপ্তাহেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত, ৩ হাজার ১১৯ জন মারা গেছেন। বিশ্বজুড়ে ৯০ হাজার ৪৪১ জনেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। শুধু চিনেই আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ১৫১ জন।
দেশে এই মুহূর্তে ২৯ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন শহরে করোনার চিকিৎসার জন্য অনেকগুলি সেন্টার খোলা হয়েছে। বিভিন্ন হাসপাতালেও আইসোলেশন ওয়ার্ডের ব্য়বস্থা করা হয়েছে। যেহেতু করোনা ভাইরাসটি মূল বিদেশ থেকেই এদেশে ঢোকার সম্ভাবনা রয়েছে, তাই এখনই করোনা আক্রান্ত দেশগুলিতে না গেলে বা সেখান থেকে নতুন করে কেউ দেশে না এলে ভারতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম। তবে সবসময়ই সাবধানতা অবলম্বন করে চলার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
অন্যদিকে, ভারতে আসা ১৫ জন ইতালিয়ান পর্যটকের শরীরে মিলেছে করোনা ভাইরাস। তাদের শরীরে ভাইরাসের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে দিল্লির এইমস। তাঁদের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। এই নিয়ে ভারতে মোট ২৯ জনের শরীরে মিলল মারণ এই ভাইরাস।