ভারতীয় প্রতিরক্ষা সংস্থা পেল মিলিয়ন ডলারের অর্ডার। উক্ত সংস্থা মূলত বন্দুক সাপ্লাইয়ের অর্ডার পেয়েছে। অর্ডারের পরিমাণ ১৫৫.৫ মিলিয়ন ডলার বলে জানা গেছে। ভারতীয় সংস্থাটি যদিও যে দেশ অর্ডারটি দিয়েছে, সেই দেশের নাম জানায়নি এবং একইসঙ্গে ঠিক কত বন্দুকের বরাত সংস্থাটি পেয়েছে, সেই সম্পর্কেও মুখ খোলেনি সংস্থাটি।
বন্দুক সাপ্লাইয়ের বরাতটি ভারতের যে প্রতিরক্ষা বিষয়ক ফার্ম পেয়েছে, সেটির নাম হল কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেম লিমিটেড। মনে করা হয়েছে, এটি প্রথম ভারতীয় স্থানীয় কোম্পানি যেটি বিদেশে বন্দুক সাপ্লাইয়ের বরাত পেয়েছে। উক্ত সংস্থা এই বরাত পাওয়ার খবরটি জানায় বোম্বে স্টক এক্সচেঞ্জে। ওয়াকিবহালরা এই বরাতটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত কর্মসূচির এটি একটি উল্লেখযোগ্য সুযোগ বলে মনে করেছেন।
এই অর্ডারকে কেন্দ্র করে আরও জানা গেছে, এই বরাত আগামী তিন বছর পর্যন্ত চলবে। অর্থাৎ, কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেম লিমিটেড সংস্থাটি আগামী তিন বছর বন্ধুক সরবরাহ করবে বন্দুক দেশটিকে।