জম্মু ও কাশ্মীরের গুলমার্গে ১০০ ফুট উচ্চতার পতাকা রাখার পরিকল্পনা করেছে ভারতীয় সেনা। উপত্যকায় সেটিই হবে সবচেয়ে বড় পতাকা। সেনার তরফে জানানো হয়েছে দেশের সোলার ইন্ডাস্ট্রির সঙ্গে এনিয়ে তাদের কথা হয়েছে। গুলমার্গে ১০০ ফুট উচ্চতার পতাকা উত্তোলনের কথা ভাবছেন তাঁরা।
সেনার তরফে এও জানানো হয়েছে, গুলমার্গের বিখ্যাত স্কি রিসর্টে এলাকার ডিভিশন জেনারেল অফিসার কম্যান্ডিং (GoC) মেজর জেনারেল বীরেন্দ্র ভাট রবিবার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা ও প্রযোজক আরবাজ খান ও অভিনেত্রী বিদ্যা বালান। সূত্রের খবর, কাশ্মীর উপত্যকায় এটি সবচেয়ে বড় জাতীয় পতাকা হতে চলেছে। এটি প্রায় ৯ হাজার ফুট উচ্চতায় বসানো হচ্ছে। GoC ১৯ পদাতিক ডিভিশনে সোলার ইন্ডাস্ট্রি ইন্ডিয়ার রমিত অরোরা এই পতাকাটির একটি প্রতিলিপি উপস্থাপন করেছিলেন।
এরই মধ্যে পাকিস্তানে সন্ত্রাসবাদীদের প্রবেশ ঘটেছে বলে অ্যালার্ট জারি হয়েছে। প্রায় ১০০ জন কাশ্মীরি যুবক সঠিক ভিসা নিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। কিন্তু এখনও তারা ফেরত আসেনি। আবার অনেকে গত বছর ভারতে ফিরে আসার পর থেকে নিরুদ্দেশ। এর ফলে গোয়েন্দা দপ্তর মনে করছে এই যুবকরা স্লিপার সেলে যোগ দিতে পারে। সীমান্তের ওপার থেকে জঙ্গিরা সম্ভবত কোনও রকম অপারেশন চালাচ্ছে বলে অনুমান গোয়েন্দাদের।
গত বছর এপ্রিলেও এমন ঘটনা ঘটেছিল। উত্তর কাশ্মীরের হান্ডওয়ারায় ৫ জন জঙ্গিকে নিকেশ করেছিল ভারতীয় সেনা। তাদের মধ্যে একজন ২০১৮ সালে পাকিস্তানে গিয়েছিল। কিন্তু তার ফেরত আসার কোনও রেকর্ড নেই। গত ৬ বছরে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান, কুলগাঁও ও অনন্তনাগ থেকে একাধিক যুবক সন্ত্রাসবাদী দলে যোগ দেওয়ার খবর এসেছে। তারা উপযুক্ত নথি নিয়ে পাকিস্তানে গিয়েছে। কিন্তু দেশে ফেরত আসেনি। তাদের মধ্যে বেশিরভাগেরই জঙ্গিদলে নাম লেখানোর কথা শোনা গিয়েছে। ফলে মনে করা হচ্ছে। এবার যে ১০০ জন উপযুক্ত ডকুমেন্ট নিয়ে পাকিস্তানে গিয়েছিল, অথচ ফিরে আসেনি তারাও জঙ্গি দলেই যোগ দিয়েছে ।