শত বাধার মধ্যেও ভারতীয় বায়ু সেনা বা সেনা বাহিনী কাবুল এর উদ্ধার কাজ থেকে পিছু হটতে নারাজ । কিছু আগে বিদেশ মন্ত্রক এর তরফে মুখপত্র অরিন্দম বাগচী জানান নতুন করে ৭৮ জন কে দেশে ফিরিয়ে আনা হলো এদের মধ্যে২৫ জন ভারতীয় নাগরিক। এদিকে কাবুল বিমান বন্দরের পরিস্থিতি বড় বিমান নামার পক্ষে মোটেই অনুকূল নেই, পরিস্থিতি বুঝে পরিকল্পনা বদল ভারতীয় বায়ুসেনার। বড় বিমানের বদলে ছোট বিমানে করেই উড়িয়ে আনা হচ্ছে আটকে পড়া ভারতীয়দের।শনিবার ভারতীয় বায়ুসেনার C-১৩০J বিমানটি ৮৫ জন আটকে পড়া ভারতীয়দের নিয়ে কাবুল থেকে ভারতের উদ্দেশে রওনা দেয়।এই নিয়ে তৃতীয় দফা এয়ার লিফট অপারেশন চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা। এর আগে মঙ্গলবার বেশ কিছু সংখ্যাক ভারতীয়কে নিয়ে দেশে ফেরে বায়ুসেনার বিমান। তাঁদের মধ্যে ছিলেন সাংবাদিক, কূটনীতিক, দূতাবাসের অন্যান্য কর্মী ও নিরাপত্তা কর্মীরাও।কাবুলে থাকা ভারতীয়দের কাছে কাবুল বিমানবন্দরে পৌঁছনোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন গোটা কাবুলে রাজ করছে তালিবান। যান চলাচল থেকে শুরু করে চেকপয়েন্ট সর্বত্রই কড়া নজর রাখছে তাঁরা।
2021-08-24