সীমান্তে চিনের সঙ্গে বিরোধ চলাকালীনই দেশে পৌঁছতে চলেছে রাফাল যুদ্ধবিমান। ভারতীয় বিমান বাহিনীর পরিকল্পনা অনুযায়ী এবার এত বিমানে ফ্রান্সের হামার মিসাইলগুলি যুক্ত করে রাফাল জেটকে আরও শক্তিশালী করে তোলা হবে।
যে কোনও জরুরিকালীন অবস্থায় মোদী সরকার বিমান বাহিনীকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে রাফালে হামারকে যুক্ত করছে। এই মিসাইল ৬০-৭০ কিমি দূরেও অভিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারে।
একটি সরকারি সূত্র সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, হামার মিসাইল তৈরি হচ্ছে এবং ফ্রান্স রাফাল যুদ্ধ বিমানের জন্য সেগুলিকে ভারতকে সরবরাহ করবে বলেও জানিয়েছে।
ফ্রান্সের তরফে জানানো হয়েছে, ভারতীয় বিমান বাহিনীর জরুরি প্রয়োজনের কথা মাথায় রেখেই অন্য কিছু গ্রাহকের জনয় তৈরি স্টক থেকে ভারতকে এই মিয়াইল সিস্টেম সরবরাহ করা হবে।
হ্যামার (হাইলি এগাইল মডিউলার মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ) হ’ল একটি মাঝারি রেঞ্জের এয়ার টু গ্রাউন্ড অস্ত্র। ফ্রান্স বিমান বাহিনী এবং নৌবাহিনীর জন্য প্রাথমিকভাবে এটি ডিজাইন ও তৈরি করেছিল। সূত্র জানাচ্ছে, এই মিসাইলের ফলে পূর্ব লাদাখের মতো পার্বত্য স্থানগুলি সহ যে কোনও জায়গায় বিরাট সুবিধা পাবে ভারতীয় বাহিনী।
উল্লেখ্য, ২৯ শে জুলাই ফ্রান্স থেকে ভারতে আসবে পাঁচটি রাফাল যুদ্ধ বিমান। এই যুদ্ধবিমানের সরবরাহ মে মাসের মধ্যেই হওয়ার কথা ছিল, কিন্তু করোনার জেরে তা সম্ভব হয়নি।
সূত্র বলছে, রাফাল যুদ্ধ বিমানের এয়ার টু এয়ার ও এয়ার টু গ্রাউন্ডে আঘাত করার ক্ষমতা চিন ও পাকিস্তানের এয়ারক্রাফটের থেকে আলাদা। এই বিমান ভারতকে দুই প্রধান প্রতিপক্ষ থেকে কিছুটা হলেও এগিয়ে রাখবে বলে মনে করা হচ্ছে।