ব্রিটেনকে পিছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে ভারত। তবে এখানেই থামছে না দেশ। বরং অর্থনীতি যে গতিতে এগোচ্ছে তাতে আগামী ৫ বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত। এমনটাই দাবি করেছে মার্কিন বিনিয়োগকারী সংস্থা মর্গান স্ট্যানলি।
পণ্য এবং পরিষেবা কর বা জিএসটি-র মতো সংস্কার ভারতীয় অর্থনীতির গতি দ্রুত করেছে। কর্পোরেট কর ছাড়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হয়েছে। সরকারের উৎপাদন সম্পর্কিত আর্থিক সহায়তার প্রকল্পগুলিও অর্থনীতিকে মজবুত করেছে। বর্তমান পরিস্থিতিতে জোগান শৃঙ্খল বা নতুন নতুন ‘সাপ্লাই চেন’ খুঁজছে গোটা বিশ্ব। এহেন পরিস্থিতিতে জোগানদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে ভারত। আর এই সমস্ত কারণেই দ্রুত এগোচ্ছে দেশের অর্থনীতি।
মর্গান স্ট্যানলির এশিয়া বিষয়ক প্রধান অর্থনীতিবিদ চেতন আহিয়া দাবি করেছেন, ২০২৭-এর মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত। আগামী ১০ বছরে জিডিপি বা উৎপাদন দ্বিগুণ করতে সক্ষম হবে দেশ। বর্তমানে ৩.৪ ট্রিলিয়ন ডলার থেকে বেড়ে ভারতের জিডিপি ৮.৫ ট্রিলিয়ন ডলারে দাঁড়াবে। নিজের প্রতিবেদনে আহিয়া লেখেন, ‘প্রতিবছর ভারতের জিডিপি বাড়বে প্রায় ৪০০ বিলিয়ন ডলার। আমেরিকা ও চিনের পর এহেন বৃদ্ধির হার আর কারও নেই’।