“২০২৩ সালে ভারত হিন্দুরাষ্ট্র হবে,”বললেন বিজেপি বিধায়ক টি রাজা সিং

দিল্লির নির্বাচনে আপের ফিরে আসাতে ভর করে আবার যেন অক্সিজেন পেয়েছে বিরোধী শিবির | বিজেপি বিরোধী যে জোটের কথা বলা হচ্ছিল তার কারিগরেরা প্রত্যেকেই আলাদা করে এর জন্য ধন্যবাদ জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালকে |

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন হিংসা আর বিভাদনের রাজনীতি দিয়ে যে নির্বাচন জেতা যায়না তাই দেখালো দিল্লি | খুশি শরদ পাওয়ারের মত বিরোধী জোটের নেতাও | বলেন হাওয়া উল্টো দিকে বইছে | কিন্ত এসব কিছুই আমল দিতে নারাজ গেরুয়া শিবির |

দিল্লিতে জাতীয়তাবাদের বিরুদ্ধে মানুষের রায় গিয়েছে একথা তারা কিছুতেই মানতে নারাজ | দিল্লির এই হারের পরেও তাদের লাইন থেকে মোটেই সরছেন না বিজেপি নেতারা | একে একে হাতছাড়া হয়েছে বেশ কয়েকটি রাজ্য | তারপরেও হায়দ্রাবাদের বিধায়ক টি রাজা সিং বলেন, ২০২৩সালের মধ্যেই হিন্দু রাষ্ট্র হতে চলেছে ভারতবর্ষ |

কিন্তু তখনই তা সম্ভব যখন দেশের সকল হিন্দু এক হয়ে এটা চাইবে |শুধু তাই নয় প্রকাশ্য জন সমাবেশে তার দাবি হিন্দুদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় ডিফেন্স মেকানিজমও শেখানো উচিত |

হায়দ্রাবাদের এই বিধায়ক মহারাষ্ট্রের এক জনসভায় বলেন, দেশের উচিত ছত্রপতি শিবাজির ভাবধারায় চলা | তবেই তা অচিরেই হিন্দু রাষ্ট্রে পরিণত হবে | দেশে অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ থেকে হঠানোর জন্য এনআরসি ও সিএএ-র মত আইন খুব জরুরি বলে ও মত এই বিধায়কের |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.