গত ২৪ ঘণ্টায় প্রকৃত নিয়ন্ত্রণরেখায় তিনবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। কৃষ্ণগতি ও সুন্দরবানি সেক্টরে গোলাবর্ষণ করেছে সাধারণ মানুষের বসতি লক্ষ করে। তারপর ভারতীয় সেনা পাকিস্তানকে সতর্ক করে বলল, অসামরিক জনবসতি লক্ষ করে কামান দাগলে বিপদ হবে।
পাকিস্তানের গোলাবর্ষণে গত কয়েকদিনে সীমান্তে অনেক সাধারণ মানুষ হতাহত হয়েছেন। এলাকার সব স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতীয় সেনা পালটা জবাব দিয়েছে। কিন্তু লক্ষ রেখেছে যাতে কোনও নিরীহ মানুষের ক্ষয়ক্ষতি না হয়। সেনাবাহিনী বলেছে, আমরা পেশাদার। সবসময় চেষ্টা করি যাতে নিরীহ মানুষের ক্ষয়ক্ষতি না হয়। আমরা সবসময় সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ করে আক্রমণ চালিয়েছি।
গত ২৬ ফেব্রুয়ারি ভারতের বায়ুসেনা পাকিস্তানে ঢুকে বালাকোট অঞ্চলে জঙ্গি ঘাঁটিতে বোমা ফেলে আসে। তার পরেই সীমান্তে ঘন ঘন সংঘর্ষ বিরতি ভাঙতে থাকে পাকিস্তান।