BREAKING: করোনা আতঙ্কে পরিত্যক্ত ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজ

করোনা ভাইরাস নিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের নির্দেশিকা হাতে আসার পর বিসিসিআই প্রাথমিকভাবে স্থির করেছিল ভারত-দক্ষিণ আফ্রিকা চলতি ওয়ান ডে সিরিজের বাকি দু’টি ম্যাচ দর্শকশূন্য গ্যালারিতে অনুষ্ঠিত হবে৷ তবে ২৪ ঘণ্টার মধ্যেই নিজেদের অবস্থান বদলায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড৷ বিসিসিআই-এর তরফে জানিয়ে দেওয়া হয়, উদ্ভূত পরিস্থিতিতে লখনৌ ও কলকাতার দু’টি ওয়ান ডে ম্যাচ আপাতত বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

যদিও সিরিজ একেবারে পরিত্যক্ত হল, এমনটা মনে করার কারণ নেই৷ বোর্ডের তরফে বিজ্ঞপ্তি মারফৎ জানানো হয় যে, ভারত ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড যুগ্মভাবে সিদ্ধান্ত নিয়েছে ওয়ান ডে সিরিজ পিছিয়ে দেওয়ার৷ এটাও জানানো হয় যে, পরবর্তী সময়ে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা দল পুনরায় ভারত সফরে আসবে৷ দু’দেশের বোর্ড পরবর্তী সময়ে আলোচনা করে সিরিজের সূচি জানাবে৷ অর্থাৎ, আপাতত অনির্দিষ্ট কালের জন্য স্তগিত ঘোষণা করা হয় চলতি সিরিজ৷

উল্লেখ্য, বৃহস্পতিবার ধরমশালায় ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়৷ ১৫ ও ১৮ মার্চ দু’দলের পরের দু’টি ওয়ান ডে খেলার কথা ছিল যথাক্রমে লখনৌ ও কলকাতায়৷

ভারত-দক্ষিণ আফ্রিকা চলতি ওয়ান ডে সিরিজ বাতিল করার ঠিক আগে ভারতীয় বোর্ডের তরফে আসন্ন আইপিএল পিছিয়ে দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়৷ ২৯ মার্চের পরিবর্তে আইপিএল শুরু হবে ১৫ এপ্রিল থেকে৷ প্রাথমিকভাবে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, শুরুর দিকে আইপিএল ম্যাচও অনুষ্ঠিত হতে পারে ফাঁকা গ্যালারিতে৷ তবে কেন্দ্রীয় সরকার ১৫ এপ্রিল পর্যন্ত বিদেশীদের ভারতের আসার উপর নিষেধাজ্ঞা জারি করায় আইপিএলে বিদেশী ক্রিকেটারদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে৷ এক প্রকার বাধ্য হয়েই ভারতীয় বোর্ড আইপিএল পিছিয়ে দিতে বাধ্য হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.