ট্রাম্প-মেলানিয়ার আগমণে ভারত-আমেরিকা সম্পর্ক আরও দৃঢ় হয়েছে : নরেন্দ্র মোদী

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আগমণে আরও শক্তিালী ও দৃঢ় হয়েছে ভারত-আমেরিকা সম্পর্ক| সোমবার দুপুরে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম মোতেরা স্টেডিয়ামে আয়োজিত ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে এই মন্তব্যই করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সোমবার বেলা ১১.৪০ মিনিট নাগাদ সপরিবারে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে আসেন ডোনাল্ড ট্রাম্প| বিমানবন্দর থেকে প্রথমেই ট্রাম্প-মেলানিয়া যান সবরমতী আশ্রমে| সবরমতী আশ্রমে বেশ কিছু সময় কাটানোর পর সস্ত্রীক মোতেরা স্টেডিয়ামে যান ডোনাল্ড ট্রাম্প| ট্রাম্পকে অভ্যর্থনা জানাতে আয়োজিত ‘নমস্তে ট্রাম্প’ ইভেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘আজ ফের ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে বলা যেতে পারে| পাঁচ মাস আগে, হাউডি মোদী-র মাধ্যমে আমার আমেরিকা ভ্রমণ শুরু হয়েছে| আজ, আমার বন্ধু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নমস্তে ট্রাম্পের মাধ্যমে আহমেদাবাদে তাঁর যাত্রার সূচনা করেছেন| ১৩০ কোটি ভারতীয়র পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে আমন্ত্রণ জানালাম|’ট্রাম্পের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্র আপনাকে স্বাগত জানাচ্ছে, মিস্টার ট্রাম্প| আমরা গুজরাটে রয়েছি ঠিকই, কিন্তু গোটা দেশ আপনাকে আমন্ত্রণ জানাতে আগ্রহী রয়েছে| আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ইভাঙ্কা ট্রাম্প ও জ্যারেডের উপস্থিতি ও আগমণ ভারত-আমেরিকা সম্পর্ককে আরও উঞ্চতা যোগ করেছে, আরও দৃঢ় হয়েছে সম্পর্ক|’ মোদী বলেছেন, এই ইভেন্টের নামের অর্থ ‘নমস্তে’ খুবই গভীর| এটি বিশ্বের প্রাচীনতম ভাষাগুলির মধ্যে একটি শব্দ-সংস্কৃত| এর অর্থ হল শুধুমাত্র সেই ব্যক্তিকেই নয়, তাঁর ভিতরে দেবতত্বকেও আমরা শ্রদ্ধা জানাই|’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘আপনি সবরমতী নদীর তীরে রয়েছেন, যা ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল| আপনি বৈচিত্র্যময় ভারতে রয়েছেন| ভারত এম দেশ যেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য রয়েছে| ভারতে বিভিন্ন ভাষায় কথা বলা…বিভিন্ন ঐতিহ্য এবং বিভিন্ন সম্প্রদায় রয়েছে| প্রেসিডেন্ট ট্রাম্পের এই সফর ভারত-আমেরিকা সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়| এমন একটি অধ্যায় যা আমেরিকা ও ভারতের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির নতুন দলিল হয়ে উঠবে|’ট্রাম্পের সঙ্গেই দু’দিনের সফরে ভারতে এসেছেন আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প| আমেরিকার ফার্স্ট লেডির ভূয়শী প্রশংসা করে মোদী বলেছেন, ‘ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের এখানে উপস্থিত থাকা অত্যন্ত সম্মানের ব্যাপার| স্বাস্থ্যকর এবং সুখকর আমেরিকার জন্য আপনি যা করেছেন, তার ভাল ফলাফল মিলছে| সমাজে শিশুদের জন্য আপনি যা করছেন, তা অত্যন্ত প্রশংসনীয়| আমাদের মাঝে ইভাঙ্কা এসেছে, এটাও আমাদের কাছে বড় সম্মানের বিষয়|’ প্রধানমন্ত্রী আরও বলেছেন, বৈচিত্যের মধ্যে ঐক্য ও স্পন্দন শক্তিশালী আমেরিকা-ভারত সম্পর্কের ভীত মজবুত করে| বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ ইভেন্টে বক্তব্য শেষে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে-অপরকে জড়িয়ে ধরেন| মোদীর বক্তব্য শেষেই বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্প|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.