ভারতীয় রেলওয়ে ট্র্যাকে চলতি বছরেই ৭৫টি বন্দে ভারত ট্রেন চলতে পারে, এমনটাই জানিয়েছেন ভারতীয় রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান। তাঁর কথা অনুযায়ী, এইবার এই বছর থেকেই বন্দে ভারত এক্সপ্রেস ভারতের মাটিতে দৌড়াতে পারে, সেইজন্য ভারতীয় রেল জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে।
চলতি বছরে ভারতীয় বাজেট ঘোষণার সময়ে কেন্দ্রীয় সরকার জানায় যে, ভারত ৪০০টির মতো বন্দে ভারত ট্রেন পেতে চলেছে। সরকারের তরফে যদিও এও জানানো হয়েছিল যে, এই ট্রেনগুলো পুরোপুরি তৈরি হতে ৩-৪ বছর সময়ে লাগবে। এই লক্ষ্য পূরণ করতে রেলমন্ত্রক তাড়াহুড়ো করে প্রস্তুতিও শুরু করে দেয়। এইসবের মাঝেই ৭৫টি ট্রেন চলতি বছরে রেলওয়ে ট্র্যাকে নামার কথা ঘোষণা করে রেলওয়ে বোর্ড।
উল্লেখ্য, রেলকে কেন্দ্র করে এ বছরে ভারতের বাজেটে বন্দে ভারতের ঘোষণা ছাড়াও, রেল পরিষেবাকে নতুনভাবে ঢেলে সাজানোর তথা আধুনিকীকরণের কথা বলা হয়েছে। এবার, যেখানে বন্দে ভারতের নাম ঘোষণার পর থেকেই ভারতবাসীদের মনে আসার আলো জেগেছে, সেখানে ৭৫টি ট্রেনের খবর ঘোষণা মনে আরও স্বস্তির অনুভূতি জাগিয়েছে বলে মনে করা হয়েছে।
2022-04-24