সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলায় একত্রে কাজ করবে ভারত-থাইল্যান্ড : মোদী

 করোনাভাইরাসের (corona virus)প্রকোপে এই মুহূর্তে ত্রস্ত ভারত। কোভিড-১৯ ভাইরাসকে রুখতেভারতে (india)ফের বাড়ানো হয়েছে লকডাউন(lockdown)। করোনা-প্রকোপে বেসামাল থাইল্যান্ডও। এমতাবস্থায় শনিবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী চ্যান-ও-চা-র সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর মোদী টুইট করে জানিয়েছেন, করোনার প্রেক্ষিতে উত্থিত বহুবিধ চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গেই কাজ করবে ভারত ও থাইল্যান্ড।মোদী টুইটারে লিখেছেন, কোভিড-১৯ মহামারী নিয়ে আমার অত্যন্ত ভালো বন্ধু প্রায়ুত চ্যান-ও-চা-র সঙ্গে কথা হয়েছে। বর্তমান এই পরিস্থিতির ফলে উত্থিত বহুবিধ চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করবে ভারত ও থাইল্যান্ড।
প্রসঙ্গত, ভারতে কোভিড-১৯ (covid-19)ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১২১৮ জনের এবং সংক্রমিত ৩৭,৩৩৬ জন। অপরদিকে, থাইল্যান্ডেও মারণ এই ভাইরাসের প্রকোপ বাড়ছে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.