সীমান্তের ওপার থেকে অবৈধ জিনিসের ঢোকা আটকাতে এবার পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে সবরকম বাণিজ্য বন্ধ করার নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক। আজ থেকেই অই নির্দেশ লাগু করা হবে।
জম্মু কাশ্মীরের সীমান্ত ঘেঁষা গ্রামগুলি থেকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গ্রামগুলিতে পাইকারি জিনিস কেনাবেচা চলে। তবে কোনও মূল্যের বিনিময়ে নয়, পারম্পরিক ‘মিলবাঁট’ ব্যবস্থার মাধ্যমেই চলে এই বাণিজ্য । সালামাবাদ, উরি এবং পুঞ্চে ৩টি বাণিজ্য সেন্টারে সপ্তাহে চারদিন চলে ব্যবসা। তবে সম্প্রতি এই বাণিজ্যের হাত ধরে কাশ্মীরের গ্রামগুলিতে ঢুকে পড়ছে অস্ত্র, গুলি, জাল নোট, মাদক। কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফে এই খবর দেওয়ার পরই স্বরাষ্ট্র মন্ত্রক এই বাণিজ্য অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেয়। তাছাড়া পাক অধিকৃত কাশ্মীরের গ্রামগুলির বেশীরভাগ ব্যবসায়ী কোনও না কোনও জঙ্গি সংগঠনের অনুগামী বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে ভারত।