কোভিড-১৯ (covid-19)নভেল করোনাভাইরাসের (corona virus)আক্রমণে ত্রস্ত সমগ্র বিশ্ব। মারণ ভাইরাসের হানায় মানবতা এখন সঙ্কটের মুখে, প্রতিদিনই মৃত্যু ও সংক্রমণ বাড়লেও এই ভাইরাসের এখনও কোনও প্রতিষেধক নেই। ফলে, চিন্তা আরও বাড়ছে। এই অবস্থায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন দিয়েই আক্রান্তদের সুস্থ করার চেষ্টা চালাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। পৃথিবীতে হাইড্রক্সিক্লোরোকুইনের সর্ববৃহৎ প্রস্তুতকারক দেশ হল ভারত। তাই বিশ্বের বিভিন্ন দেশ ভারতের শরণাপন্ন হচ্ছে।এবার ভারত থেকে হাইড্রক্সিক্লোরোকুইন গেল ইজরায়েলে। তারপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। টুইট করে বেঞ্জামিন লিখেছেন, ‘ইজরায়েলে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোর জন্য ধন্যবাদ, আমার প্রিয় বন্ধু ভারতের(india) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। ইজরায়েলের প্রতিটি নাগরিক আপনাকে ধন্যবাদ জানিয়েছে।’ প্রসঙ্গত, মারণ করোনাভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পায়নি ইজরায়েলও। এই দেশেও বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।
2020-04-10