সামরিক সৌজন্য ভারতের, ‘পথ হারানো’ চিনা সেনাকে ফেরাল নয়াদিল্লি

তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন। সামরিক সৌজন্য দেখিয়ে পথ হারিয়ে ভারত সীমান্তে ঢুকে পড়া চিনা সেনাকে ফিরিয়ে দিল নয়াদিল্লি। পূর্ব লাদাখের চুশুল-মলডো মিটিং পয়েন্টে বেজিংয়ের হাতে ওই চিনা সেনাকে তুলে দেওয়া হয়। সোমবার সকাল ১০টায় ওই চিনা সেনাকে ফেরায় ভারত।

এই নিয়ে দ্বিতীয়বার কোনও চিনা সেনা ভারত ভূখণ্ডে প্রবেশ করে। দুবারই ভারত সেই সেনাদের ফিরিয়ে দেয়। প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ওই সেনারা ভুল করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে বলে অভিযোগ। প্রথম ঘটনাটি ঘটেছিল অক্টোবর মাসে। পূর্ব লাদাখের ডেকচক এলাকায়। দ্বিতীয় ঘটনাটি ঘটে প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে। এক বিবৃতিতে শনিবার ভারতীয় সেনা জানায়, এক চিনা সেনা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারত ভূখন্ডে প্রবেশ করে। ভারতীয় সেনা তাঁকে আটক করে। যথাবিধ নিয়ম মেনে তাঁকে বেজিংয়ের হাতে তুলে দেওয়া হবে।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, ‘গত বছর চিনের সেনাবাহিনী সীমান্তে জড়ো হয়ে আগ্রাসন শুরু করার পর থেকেই প্রকৃত নিয়ন্ত্রণরেখার দু’পারে সেনা জওয়ানদের মোতায়েন করা হয়েছে। এর মধ্যে কীভাবে চিনের ওই সেনা জওয়ান প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করলেন, সেটি খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

জানা গিয়েছে, ওই সেনা জওয়ানকে হেফাজতে নেওয়ার খবর চিনকে জানানো হয়। এই বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলে। আর এই আলোচনার মধ্যেই চিনের সেনাবাহিনীর পোর্টালে বলা হয়, শুক্রবার কাকভোরে অন্ধকার থাকার কারণে পথ হারিয়ে ফেলেছিলেন চিনা জওয়ান। এর পিছনে অন্য কোনও কারণ নেই।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এদিন এক বিবৃতিতে জানানো হয়, ‘৮ জানুয়ারি লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার এপারে ভারতীয় ভূখণ্ডে চিনের এক সেনা জওয়ানকে ধরা হয়েছে। তিনি প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিলেন।’ ওই জওয়ান পথ হারিয়ে চলে এসেছিলেন বলে জানা গিয়েছে।

সীমান্তে মোতায়েন থাকা ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা চিনের সেনাবাহিনীর ওই জওয়ানকে হেফাজতে নিয়েছেন। বিদেশের সেনা জওয়ানকে অনুপ্রবেশের দায়ে আটক করার পর যে প্রক্রিয়া অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়, এক্ষেত্রেও সেই প্রক্রিয়াই মেনে চলা হচ্ছে।

চিনের পিপল্‌স লিবারেশন আর্মির পোর্টাল দ্যা চায়না মিলিটারি অনলাইনে এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়। প্রকাশিত সেই খবরে দাবি করা হয় যে, শুক্রবার এলাকা অন্ধকার ছিল। আর তা থাকার জন্য অচেনা এলাকায় পথ হারিয়ে ভারত সীমান্তে ঢুকে পড়েছিলেন ওই চিনা জওয়ান। এর পিছনে অন্য কোনও কারণ নেই বলেই দাবি চিনের ওই সংবাদমাধ্যমের। শুধু তাই নয়, কার্যত ভারতকে হুঁশিয়ারি দিয়ে চিন জানায়, ‘ভারত ও চিনের সম্পর্কে স্থিতাবস্থা বজায় রাখতে ভারতের দ্রুত ওই জওয়ানকে ফিরিয়ে দেওয়া উচিত’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.