দেশে নতুন করোনাভাইরাসের ৬টি নমুনা পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক মঙ্গলবার জানিয়েছে, তাঁরা ব্রিটেন থেকে ভারতে এসেছেন। বেঙ্গালুরুর নিমহানসে ৩টি, হায়দরাবাদের সিসিএমবিতে ২টি এবং পুনের এনআইভিতে ১টি নমুনায় নয়া ভাইরাস পাওয়া গিয়েছে। তাঁদের রাজ্য সরকারি হাসপাতালে আলাদা করে রাখা হয়েছে। তাঁদের ঘনিষ্ঠদেরও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ২৩ ডিসেন্বর থেকে প্রায় ৩৩ হাজার যাত্রী ব্রিটেন থেকে এদেশে এসেছেন। তাঁদের সবাইকে পরীক্ষা করা হয়েছে। তাঁদের ১১৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের নমুনা বিভিন্ন সরকারি ল্যাবোরেটরিতে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই ডেনমার্ক, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, সুইজেন, ফ্রান্স, স্পেন, ইতালি, জার্মানি, কানাডা, জাপান, লেবানন ও সিঙ্গাপুরে এই নতুন ধরনের ভাইরাস পাওয়া গিয়েছে।