পৃথিবীর সেরা পাঁচটি বিশেষ বাহিনীর মধ্যে অন্যতম হল এই ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)। এনএসজি কম্যান্ডোদের ‘‘ব্ল্যাক ক্যাট’’ বলেও ডাকা হয়। এর কারণ এঁদের পোশাক। প্রতিবছর ১৬ অক্টোবর পালিত হয় এনএসজি-র প্রতিষ্ঠা দিবস। এই বিশেষ দিনে এনএসজি কমান্ডোদের কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘দেশ সুরক্ষায় এনএসজি-র প্রচেষ্টায় গর্বিত ভারত।’ শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘প্রতিষ্ঠা দিবসে এনএসজি ব্ল্যাক ক্যাট এবং তাঁদের পরিবারকে শুভেচ্ছা। ভারতের সুরক্ষা ব্যবস্থায় এনএসজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশ সুরক্ষায় এনএসজি-র প্রচেষ্টায় গর্বিত ভারত।’
১৯৮৪ সালে, ‘অপারেশন ব্লু স্টার’-এর পরে স্থাপিত হয়েছিল এনএসজি বা ন্যাশনাল সিকিউরিটি গার্ড। মূলত জঙ্গিদমন ও দেশের অভ্যন্তরে কোনও সন্ত্রাসী কার্যকলাপের প্রতিরোধে এই ফোর্স তৈরি করা হয়। জার্মানির ‘জিএসজি ৯’ গ্রুপের অনুকরণে তৈরি করা হয়েছে এই বাহিনী। ‘জিএসজি ৯’-কে ধরা হয় জঙ্গিদমনে সবথেকে দক্ষ বাহিনী।
2020-10-16