ফের কাশ্মীরিদের পক্ষ নিয়ে সরব হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান| মানবাধিকার দিবসে নরেন্দ্র মোদী সরকারের উদ্দেশ্যে পাক প্রধানমন্ত্রীর বার্তা, ‘কাশ্মীরিদের নিপীড়ন বন্ধ করতে হবে ভারতকে|’ মঙ্গলবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে পাক প্রধানমন্ত্রী ইমরান লিখেছেন, ৪ মাসেরও বেশি সময় ধরে ভারত-অধিকৃত জম্মু ও কাশ্মীরে অবরুদ্ধ পরিস্থিতির তীব্র নিন্দা করছি| কাশ্মীরি পুরুষ, মহিলা ও শিশুদের উপর নিপীড়ন ও নির্যাতনের যাতে অবসান হয়, সেই দাবি জানাচ্ছি| টুইটারে ইমরান খান আরও লিখেছেন, ‘নিজেদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাওয়া সাহসী কাশ্মীরিদের স্যালুট জানাই, দৃঢ়ভাবে তাঁদের পাশে আছি|’ গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ ক্ষমতা লোপ এবং জম্মু ও কাশ্মীরকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই স্তব্ধ হয়ে পড়ে কাশ্মীর উপত্যকা| মোবাইল, ল্যান্ডফোন, ইন্টারনেট-সহ যোগাযোগের যাবতীয় মাধ্যম বন্ধ হয়ে যায়| তবে ধীরে ধীরে ছন্দে ফিরেছে ভূস্বর্গ| স্বাভাবিক হয়েছে জনজীবন|
2019-12-10