শিল্প ক্ষেত্রে চিনের ক্ষতিতে ভারতের লাভের সম্ভাবনা দেখা দিয়েছে ৷ ১৫-৩০ শতাংশ উৎপাদন খরচ কমাতে অ্যাপেল চিন থেকে উৎপাদন ক্ষেত্রটি সরিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার আনার কথা ভাবছে ৷ কারণ সাপ্লাই চেন পুনর্গঠন করতে এমন বিকল্পের কথা খতিয়ে দেখা হচ্ছে৷ নিকি এশিয়ান রিভিউ তেমনই রিপোর্ট দিচ্ছে৷ আর তেমনটা হলে ভারতের কাছে একটা বড় সুযোগ আসার সম্ভাবনা রয়েছে৷
চিন-মার্কিন বাণিজ্য যুদ্ধের ফলে অ্যাপেল চিন থেকে উৎপাদন সরানোর কথা ভেবেছে তবে এই বিষয়ে কোনও সমাধানের রাস্তা দেখা দিলেও সংস্থাটি এমন সিদ্ধান্ত থেকে সরবে না বলেই ওই প্রতিবেদনে জানানো হয়েছে৷ আই ফোন নির্মাতা সংস্থাটি সিদ্ধান্ত নিয়েছে কারণ তারা অনুভব করছে চিনে উৎপাদনে আপাতত বেশ ঝুঁকি রয়েছে এবং তা ভবিষ্যতে বাড়তে পারে৷
এরফলে এখন উৎপাদনের বিকল্প স্থান হিসেবে সংস্থাটি যেসব জায়গাগুলিকে মাথায় রেখেছে তাদের মধ্যে অন্যতম হল ভারত ৷ ওই সব দেশগুলির মধ্যে রয়েছে – ভারত মেক্সিকো, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া৷ সেক্ষেত্রে ভারত এবং ভিয়েতনামের পাল্লা অন্যদের তুলনা এগিয়ে রয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে৷
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনকে রীতিমতো চাপে রেখেছে আরও ৩০০বিলিয়ন মূল্যের চিনা পণ্যের উপর শুল্ক বসাবে বলে৷ এদিকে চিন হল অ্যাপেলের একটি গুরুত্বপূর্ণ বাজার এবং প্রধান উৎপাদন কেন্দ্র ৷ ৩০ জনের একটি দল অ্যাপেল-এর মূলধনী খরচ নিয়ে সমীক্ষা করছে যাতে উৎপাদন পরিকল্পনা এবং সরকারের উৎসাহ ভাতা ইত্যাদি নিয়েও আলোচনা চলছে ৷