ভারত (India)শান্তি চায়, কিন্তু কেউ চোখ রাঙালে তার প্রত্যুত্তর দেবে ভারত। আজ পশ্চিমবঙ্গের ভার্চুয়াল সভা থেকে এ ভাবেই চিনের (Chaina)বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। পাশাপাশি ৫৯টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করে মোদী সরকার ‘ডিজিটাল স্ট্রাইক’ করেছে চিনের বিরুদ্ধে এমনটাই দাবি তাঁর।
এদিন তিনি বলেন, “ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে এবং দেশবাসীর ডিজিটাল সুরক্ষা ও গোপনীয়তা রক্ষার জন্য টিকটিক সহ ৫৯টি চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছি আমরা। ভারত জানে যারা আমাদের সীমান্তে নজর দিয়েছে তাদের চোখে চোখ রেখে কথা বলতে। আর দেশবাসী রক্ষার জন্য ডিজিটাল স্ট্রাইক করে আমরা তা দেখিয়ে দিয়েছি।”
একইসঙ্গে তিনি রাজ্যের তৃণমূল সরকারের প্রতি আক্রমণ করে বলেন, “কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প রাজ্যের মানুষের পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের মানুষকে তা থেকে বঞ্চিত করেছেন। কারণ মোদী সরকারের সুফল মানুষের কাছে পৌঁছলে দিদি আর ভোট পাবেন না। পরিযায়ী শ্রমিকরা যেভাবে বঞ্চনার শিকার হয়েছেন, তাতে রাজ্যের মানুষ তৃণমূলকে ক্ষমা করবে না। ২০২১ সালে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে প্রতিটি মানুষের অধিকার বুঝিয়ে দেওয়া হবে।” বিরোধীদের উদ্দেশে তাঁর মন্তব্য, দেখলে অবাক লাগে করোনা মহামারী ও চিনের আগ্রাসনের সময়ও তাঁরা একসঙ্গে কাজ করছেন না। ভোটের স্বার্থে রাজনীতি করছেন।