রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাগবত শনিবার বক্সারে বলেন যে, আত্মা চলে গেলে মৃত দেহ পরে থাকে। শুধুমাত্র আত্মার উপস্থিতি দ্বারা শরীরে শক্তি এবং সমস্ত জিনিস উপলব্ধি হয়। ঠিক এভাবেই ভারত থাকাতেই সমগ্র বিশ্ব চলে, কারণ ভারত সমগ্র বিশ্বের আত্মা।
বক্সারে প্রতি বছর পালিত রাম বিবাহ মহোৎসবে, ডাঃ ভাগবত বলেন যে, জীব চলাফেরা করে, তাদের মহাবিশ্বে ব্যাধি রয়েছে, লালসা আছে, তাদের পিছনে ছুটতে গিয়ে তারা পথ হারিয়ে ফেলে । একমাত্র ভারত পথ ছাড়ে না। গোটা বিশ্বকে সঠিক পথে আনার কাজ করছে ভারত। অর্থ-কাম-মোক্ষ সবই ধর্ম পালনের মাধ্যমে অর্জিত হয়। ভারত শুরু থেকেই ধর্ম ত্যাগ করেনি, তাই সারা বিশ্বকে পথ দেখাতে কাজ করে যাচ্ছে।
সঙ্ঘ প্রধান ডাঃ ভাগবত বলেন, কেবল সাধুরাই ভক্তির অনুভূতি দেন। তাই সাধুরা সর্বদা প্রেমময়। এমন জায়গায় আসতেই হবে। নিজের অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, এমন জায়গায় এসে কাজের জন্য প্রয়োজনীয় শক্তি, দৃষ্টি ও মানসিক প্রশান্তি পাওয়া যায়। সাধক মামা জি তার আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে এই স্থানে একটি আভা তৈরি করেছেন।
উল্লেখ্য যে রাম বিবাহ মহোৎসব ১৯৬৯ সালে বিশিষ্ট সাধু মামাজি শুরু করেছিলেন। এ বছর পালিত হচ্ছে ৫৩তম উৎসব। আজ এখানে মঞ্চস্থ হল ফুলওয়ারী। রবিবার বের হবে রাম বরাত। সোমবার রাম বিয়ে হবে। মঙ্গলবার (২৯ নভেম্বর) উৎসব শেষ হবে।