মঙ্গলবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড়সড় ঘোষণা করলেন। প্রধানমন্ত্রী জানান, ‘গোটা বিশ্বে খাদ্য সামগ্রী পাঠাতে প্রস্তুত ভারত। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অনুমতি দিয়ে দিলেই এটা করা সম্ভব হবে।’
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি একটি বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে। সেখানেই নরেন্দ্র মোদী জানান, ”আজ গোটা বিশ্ব একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে পড়েছে। যা চাওয়া হচ্ছে তা কেউই পাচ্ছেন না। পেট্রল, তেল, সার আনাও অসম্ভব হয়ে যাচ্ছে। কারণ, সব দরজা এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে। এই যুদ্ধ শুরু হওয়ার পরে সকলেই তাদের মজুতভাণ্ডার সুরক্ষিত রাখতে চাইছেন।”
সেইসঙ্গে প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, ”গোটা বিশ্ব একটি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। আমি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি, তিনিও এই প্রসঙ্গটি তুলেছিলেন। যদি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অনুমতি দিয়ে দেয়, তাহলে বিশ্বে ভারত কাল থেকেই খাদ্য সামগ্রী সরবরাহ করতে প্রস্তুত।”
2022-04-13