বিশ্বের ২০ টি দেশে করোনার প্রভাব ফেলার সম্ভাবনা, সমীক্ষায় ১৭ নম্বরে ভারত

বিশ্বের ২০ টি দেশে করোনাভাইরাসের প্রভাব ফেলার সম্ভাবনা | এমনটাই জানা গেছে সমীক্ষায়| জার্মানির হামবোল্ট বিশ্ববিদ্যালয় ও রবার্ট কচ ইনস্টিটিউটের বিজ্ঞানীদের এই সমীক্ষা তালিকায় ১৭ নম্বরে আছে ভারত |ভারতে করোনাভাইরাস ‘আমদানি’র সম্ভাবনা কতটা? সমীক্ষার ফলাফলে বলা হয়েছে, ২০টি দেশের মধ্যে ভারতের স্থান ১৭। মোট ৪ হাজার বিমানবন্দরের সঙ্গে চিনের সরাসরি যোগাযোগ আছে, এমন একটা মাপকাঠি এই তালিকা তৈরি করেছিল ওই বিশ্ববিদ্যালয়। সেই মাপকাঠির সূচকের নিরিখে ভারতের সংক্রমণ শঙ্কা ০.২১৯%। সেই সমীক্ষায় দাবি করা হয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের সংক্রমণের আশঙ্কা সবচেয়ে বেশি। সেই বিমানবন্দরের সংক্রমণ সূচক ০.০৬৬%। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরের সংক্রমণ সূচক ০.০৩৪%। এর পরেই আছে কলকাতা বিমানবন্দরের নাম। পাশাপাশি বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ ও কোচি বিমানবন্দরেও আছে সংক্রমণ আশঙ্কা। এমনটাই দাবি ওই সমীক্ষার।ভারত যে প্রভাবমুক্ত নয়, তার প্রমাণ ইতিমধ্যেই মিলেছে কেরলে। চিনের যে শহরে করনোর আতুরঘর, সেই উহান ফেরত তিন পড়ুয়ার দেহে ইতিমধ্যেই করোনার জীবাণু মিলেছে। চিন থেকে ফেরা আরও প্রায় ২০০০ ছাত্রছাত্রীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁদের মধ্যেও কারও কারও শরীরে সংক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনই পরিস্থিতিতে জার্মানির ওই সমীক্ষায় উদ্বেগ বেড়েছে নয়াদিল্লির।উল্লেখ্য, মারণ করোনাভাইরাসের বরিবার পর্যন্ত চিনে ৮১১ জনের মৃত্যু হয়েছে। গৃহবন্দি কয়েকলক্ষ মানুষ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.