ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩৬ শতাংশ বেড়েছে। যা সাম্প্রতিক ইতিহাসে অন্য কোন দেশে খেখা যায়নি। এই মুহুর্তে গোটা দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৪৫.১ কোটি। এর মধ্যে ৩৮.৫ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর বয়স ১২ বছর বা তার বেশি। ৫ থেকে ১১ বছর বয়সের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬.৬ কোটি।
রিপোর্টে বলা হয়েছে শহুরে অঞ্চলে ১৯.২ কোটি গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন। গ্রামীন ভারতেও প্রায় একই সংখ্যক মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। তবে ইন্টারনেট ব্যবহারকাড়ির ঘনত্ব বিচার করলে গ্রামীন ভারতের থেকে শহুরে মানুষের সংখ্যা বেশি।
গ্রামীন ভারতে এখনও বিশাল সংখ্যক মানুষের কাছে ইন্টারনেটের সুবিধা নেই। আগামী পাঁচ বছরে এই মানুষগুলির কাছে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়াই লক্ষ্য।
রিপোর্টে আরও বলা হয়েছেভারতে মোট ইন্টারনেট ব্যবহারকারীদের দুই তৃতীয়াংশ প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করেন। গোটা দেশে শহরের ইন্টারনেট ব্যবহারকারীর ১০ জনের মধ্যে ৯ জন সপ্তাহে অন্তর একবার ইন্টারনেট ব্যবহার করেন। এর মধ্যে সবথেকে বেশি ইন্টারনেট ব্যবহার করেন ১৬ থেকে ২৯ বছর বয়সী গ্রাহকরা। গ্রামীন ভারতে প্রত্যেক ৫ জন ব্যবহারকারীর মধ্যে এক জন সপ্তাহে এক বার ইন্টারনেট ব্যবহার করেন।
শহরের গ্রাহকদের এক তৃতীয়াংশ ‘এক ঘন্টার বেশি’ ইন্টারনেট ব্যবহার করেন। একই সংখ্যক মানুষ ১৫ থেকে ৩০ মিনিট ইন্টারনেট ব্যবহার করেন। গ্রামীন ভারতে ইন্টারনেট কানেক্টিভিটি ভালো হলে আরও বেশি সংখ্যক মানুষ নিয়মিত ইন্টারনেট ব্যবহার শুরু করতে পারেন।
গোটা দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর অর্ধেক মহিলা। ভারতে ২৫.৮ কোটি মহিলা ইন্টারনেট ব্যবহার করেন।