ভারত এখন পুরোপুরি সাবলম্বী। দু’টি মেড-ইন-ইন্ডিয়া কোভিড-১৯ টিকার সাহায্যে মানবজাতিকে বাঁচাতেও প্রস্তুত ভারত। শনিবার ১৬ তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ১৬ তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “ইন্টারনেটের মাধ্যমে আজ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমরা যুক্ত হয়েছি ঠিকই, কিন্তু আমাদের সকলের মন সর্বদা ‘মা ভারতী’-র সঙ্গে যুক্ত। বিগত কয়েক বছরে, অনাবাসী ভারতীয়রা অন্যান্য দেশে নিজেদের পরিচয় মজবুত করেছেন।” প্রধানমন্ত্রী বলেন, আগে পিপিই কিট, মাস্ক, ভেন্টিলেটর এবং টেস্টিং কিট অন্যান্য দেশ থেকে আমদানি করত ভারত, কিন্তু এখন আমাদের দেশ সাবলম্বী। দু’টি মেড-ইন-ইন্ডিয়া কোভিড-১৯ টিকার সাহায্যে মানবজাতিকে বাঁচাতে প্রস্তুত ভারত।
প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত যখন সন্ত্রাসবাদের মুখোমুখি হয়েছিল, বিশ্বও এই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সাহস পেয়েছিল। দুর্নীতি রুখতে ভারত এখন প্রযুক্তির ব্যবহার করছে। লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা সরাসরি সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। মোদী জানান, দরিদ্রদের ক্ষমতায়নের লক্ষ্যে ভারতে চলমান প্রচারাভিযান বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে।… অনেকেই বলতেন ভারত ভেঙে পড়বে এবং দেশে গণতন্ত্র অসম্ভব, কিন্তু প্রকৃত সত্য হল শক্তিশালী এবং প্রাণবন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে ভারতে।
2021-01-09