নয়াদিল্লি,
১২ জুলাই (হি. স.):
করোনার বিরুদ্ধে ভারত যেভাবে প্রতিরোধ
গড়ে তুলেছে, তা গোটা বিশ্ব
প্রশংসা করছে বলে জানিয়েছেন
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
হরিয়ানার কাদারপুর গ্রামে সিআরপিএফের প্রশিক্ষণকেন্দ্রে
সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স
এর বৃক্ষরোপণ কর্মসূচীর প্রাক্কালে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয়
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন,
বিশ্বের অন্যতম বৃহত্তম জনবহুল
দেশ হচ্ছে ভারত। গোটা বিশ্ব ভেবেছিল
করোনা মোকাবিলায় ভারত কি করবে।কিন্তু
এখন করোনা প্রতিরোধের ক্ষেত্রে
ভারতের সাফল্যকে নিরীক্ষণ করে খুশি বিশ্ব। এই
মুহূর্তে ভারত সাফল্যের সঙ্গে
করোনা প্রতিরোধের কাজ চলছে।
এদিন তিনি বলেন, করোনা নির্মূলের লক্ষ্যে ভারতের নিরাপত্তা বাহিনীর
ভূমিকা অপরিসীম।এই
সকল করোনা যোদ্ধাদের কুর্নিশ
জানাই।জঙ্গি
দমনের পাশাপাশি করোনা দমন কি
করে করতে হয় সেটাও
তারা দেখিয়ে দিয়েছে। আগামী
দিনে যখনই করোনা সংকটকাল
নিয়ে ইতিহাস লেখা হবে
তখন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের আত্মত্যাগকে মনে রাখা হবে।সর্ব
ত্যাগী সেইসব জওয়ানদের পরিবারবর্গের
সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয়
স্বরাষ্ট্রমন্ত্রী।সেন্ট্রাল
আর্মড পুলিশ ফোর্স এর
বৃক্ষরোপন অনুষ্ঠানের প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।