নো ফ্লাই জোনে প্রায়শই উড়তে দেখা যাচ্ছে চীনের বিমানকে। এবার, চীন এই ধরণের পদক্ষেপ আর নিতে না পারে, তাই ভারতের তরফে নেওয়া হচ্ছে এক উপযুক্ত পদক্ষেপ। এই পদক্ষপের দৌলতে চীন বেশ শায়েস্তা হবে বলে মনে করা হচ্ছে। সূত্রে খবর অনুযায়ী, এস-৪০০ স্কোয়াড্রন ক্ষেপণাস্ত্র সিস্টেম বসানো হচ্ছে চীনা সীমান্তে।
আমেরিকার তরফে প্রথমে রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র কেনার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। যদিও, ইউক্রেনের ওপরে রাশিয়ার আগ্রাসনী হামলার পরেই আমেরিকার এই প্রতিক্রিয়া ছিল। তবে, এস-৪০০ স্কোয়াড্রন ক্ষেপণাস্ত্র সিস্টেম কেনার ব্যাপারে ভারতকে ছাড়পত্র দিয়েছে আমেরিকা। মূলত, চীনা আগ্রাসন প্রতিহত করতেই ভারতের সিদ্ধান্তে আমেরিকা সম্মতি দিয়েছে বলে খবর।
প্রসঙ্গত, ইউক্রেনের উপরে রাশিয়ার আগ্রাসনী হামলার পরেই আমেরিকার তরফে একটি আইন পেশ করা হয়। সেই আইনটির নাম ‘মার্কিন ক্যাটসা আইন’ (সিএএটিএসএ)। এই আইন অনুসারে, কোনো দেশ রাশিয়ার কাছ থেকে প্রতিরক্ষা বিষয়ক ক্ষেপণাস্ত্র নেয়, তাহলে আমেরিকা সেই দেশের উপরে নিষেধাজ্ঞা জারি করবে। কিন্তু, এদিকে, সীমান্ত এলাকায় চীনের উৎপাত দিনের পর দিন বাড়তে থাকায়, ক্ষেপণাস্ত্র অস্ত্র কেনার ব্যাপারে সায় দিল আমেরিকা।