ইংলন্ড ফ্রান্সকে টপকে বিশ্বের পঞ্চম শক্তিশালী অর্থনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করল ভারত। ২০১৯ সালের আমেরিকার করা এক সমীক্ষায় এমনটাই দেখা যাচ্ছে। যে সংস্থা সমীক্ষাটি করেছে তাদের কথায় ভারতের খোলা বাজার অর্থনীতি ক্রমশ পুরনো বদ্ধ অর্থনীতির জাল ছাড়িয়ে বেরিয়ে আসছে। ভারতের এই নতুন নীতিই অর্থনৈতিক উন্নতির সবথেকে বড় সহায়ক। বিশ্ব অর্থনীতিতে ভারতের জিডিপি শেয়ার এখন ভারতীয় টাকার হিসাবে রীতিমত বড় সংখ্যা।
প্রায় ২০,৯৯,১৭.৪৬,৯৯,৯৯,৯৯৯.৯৭ টাকা। এর ফলেই অর্থনীতিতে এত দ্রুত উত্থান ভারতের। ভারতের জনসংখ্যা বেশি হওয়ায় পার ক্যাপিটা উৎপাদনও বেশি।
সমীক্ষাটির অনুযায়ী ১৯৯০ সালের পর থেকে ভারতে মুক্ত অর্থনীতির যে চল শুরু হয়েছে তার ফলে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হয়েছে। বিদেশী বিনিয়োগের ওপর নিয়ন্ত্রন কমেছে এবং সরকারী সংস্থার বেসরকারীকণ ঘটেছে। স্বাভাবিকভাবেই আমেরিকা কেন্দ্রিক এই সংস্থাটির মতে এর ফলেই অর্থনীতিতে বলিষ্ঠ আত্মপ্রকাশ ঘটেছে ভারতের।