দেশে বাড়ছে সুস্থতার হার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের (Health Ministry) দাবি, পরিসংখ্যান অনুযায়ী দেশে সুস্থতার হার বাড়ছে এবং মৃত্যুহার কমছে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন এমনটাই জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গত শনিবার ভারত জুড়ে সুস্থতার হার ছিল ৩৫.০৯ শতাংশ। রবিবার তা বেড়ে হয় ৩৭.৫১ শতাংশ। সোমবার দেশে সুস্থতার হার ৩৮.২৮ শতাংশ। শনিবার দেশে মৃত্যুহার ছিল ৩.২০ শতাংশ। রবিবার তা কমে হয় ৩.১৫ শতাংশ। সোমবার দেশের মৃত্যুহার ৩.১৪।
তবে এ প্রসঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরও কয়েকটি তথ্য। ভারতে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫,২৪২ জন। মৃত্যু হয়েছে ১৫৭ জনের। তাতে বলা হয়েছে, দেশে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা ৯৬,১৬৯। এখনও পর্যন্ত কোভিড-১৯ সংক্রমণে মারা গিয়েছেন ৩,০২৯ জনের।এখন অ্যাকটিভ করোনা কেসের সংখ্যা ৫৬,৩১৬।