বৃহৎ বৈশ্বিক সমস্যার বিরুদ্ধে প্রধান শক্তিতে উন্নীত হয়েছে ভারত। আগে ভারতকে চ্যালেঞ্জ হিসেবে দেখত বিশ্ব, কিন্তু এখন জলবায়ু বিচারের নেতা হিসেবে দেখছে। আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে শনিবার একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর ও কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রমুখ। বৈঠকের শুরুতে ইথানল ভিত্তিক কিছু উদ্যোগের সূচনা করেছেন প্রধানমন্ত্রী।
ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, “বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ইথানল সেক্টরের উন্নয়নের জন্য একটি বিস্তৃত রোডম্যাপ তৈরির মাধ্যমে ভারত আরও একটি বড় পদক্ষেপ নিয়েছে। আমরা যদি খুব নিবিড়ভাবে দেখি, ৭-৮ বছর আগে ভারতে ইথানল নিয়ে আলোচনা খুব কমই হত। কিন্তু, এখন ভারতের একবিংশ শতাব্দীর অগ্রাধিকারের সঙ্গে সম্পর্কিত ইথানল। পরিবেশের পাশাপাশি কৃষকদের জীবনেও সহায়তা করছে ইথানল।” প্রধানমন্ত্রী বলেন, “২০১৪ পর্যন্ত গড়ে মাত্র ১-১.৫ শতাংশ ইথানল মিশ্রণ করা হয়েছিল। বর্তমানে তা ৮.৫ শতাংশে পৌঁছেছে। ২০১৩-১৪ সালে ৩৮ কোটি লিটার ইথানল ক্রয় করেছিল ভারত, বর্তমানে সেই সংখ্যা ৩২০ কোটি লিটার, প্রায় ৮ গুণ বেশি। গত বছর অয়েল মার্কেটিং কোম্পানি ২১ হাজার কোটি টাকার ইথানল ক্রয় করেছিল। এর একটি বড় অংশ আমাদের কৃষকদের পকেটে গিয়েছে, বিশেষ করে আখচাষিরা উপকৃত হয়েছেন।”প্রধানমন্ত্রী বলেছেন, “আগে ভারতকে চ্যালেঞ্জ হিসেবে দেখত বিশ্ব, কিন্তু এখন জলবায়ু বিচারের নেতা হিসেবে দেখছে। বৃহৎ বৈশ্বিক সমস্যার বিরুদ্ধে আমরা প্রধান শক্তিতে উন্নীত হয়েছি।” মোদী বলেছেন, “বিগত ৬-৭ বছরে পুনর্নবীকরণযোগ্য এনার্জিতে আমাদের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে ২৫০ শতাংশ। আমরা দেশকে ৩৭ কোটির বেশি এলইডি বাল্ব এবং ২৩ লক্ষ এনার্জি-এফিসিয়েন্ট ফ্যান প্রদান করেছি। একইভাবে উজ্জ্বলা যোজনার অধীনে গ্যাস এবং সৌভাগ্য যোজনার অধীনে বিদ্যুৎ দূষণ কমানোর পাশাপাশি মহিলা ও শিশুদের স্বাস্থ্যে সহায়তা করেছে। ইকোনোমি ও ইকোলজি একইসঙ্গে চলতে পারে। ভারত এই পথে এগিয়ে যাওয়া বেছে নিয়েছে।”প্রধানমন্ত্রী আরও বলেছেন, “২০১৪ সাল পর্যন্ত, শুধুমাত্র ৭টি বিমানবন্দরে সোলার পাওয়ার ছিল। বর্তমানে সেই সংখ্যা ৫০ ছাড়িয়েছে। আমরা ৮০টির বেশি বিমানবন্দরে এলইডি লাইট লাগিয়েছি।” মোদী আরও বলেছেন, “জলের সুরক্ষা নিয়ে বর্তমানে ভারতে যা কাজ হয়েছে তা নজিরবিহীন
2021-06-06