সম্প্রতি ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির আয়োজিত ১৪৩তম কোর্সের পাসিং আউট প্যারেডের পর নৌবাহিনী সংক্রান্ত উল্লেখযোগ্য তথ্য পেশ করলেন নৌবাহিনী প্রধান আর হরি কুমার। তিনি জানালেন যে, ভারতে মোট ২৯টি রণতরী এবং সাবমেরিন তৈরি হয়েছে বিগত ৭ বছরে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অ্যাডমিরাল আর হরি কুমারের বক্তব্য, “আমাদের প্রথমে যে জিনিসটি পরীক্ষা করতে হবে তা হল বিমানের অবতরণ ব্যবস্থা। বর্তমানে সেই ব্যবস্থারই পরীক্ষা চলছে। সাধারণত, ক্যারিয়ারের কমিশনের পর ছয় থেকে আট মাস সময় লাগে বিমানের ইন্টিগ্রেশনের জন্য। আমরা আশা করছি বর্ষার আগে মে বা জুনের মধ্যেই এই কাজটি সম্পন্ন করতে পারব”।
তাঁর আরও সংযোজন, “আমাদের বাহিনীতে লিঙ্গ বৈষম্য হয় না। আমরা নিরপেক্ষ। মহিলারা ইতিমধ্যেই যুদ্ধক্ষেত্রে সেবা প্রদান করছেন। নৌবাহিনীসহ বিভিন্ন প্রতিরক্ষা বাহিনীতে নারী অফিসার রয়েছেন। নৌবাহিনী নারী নাবিকদের নিয়োগ শুরু করার বিষয়টি একটি যুগান্তকারী অর্জন। এ বছর আমাদের নাবিকদের জন্য ৩০০০টি শূন্যপদ ছিল। যার জন্য আমরা ১০ লাখ আবেদন পেয়েছি। তাদের মধ্যে ৮২ হাজার নারী রয়েছেন”।