এবার রাশিয়ার তরফে প্রশংসায় ভূষিত হল ভারত। এই প্রশংসা করা হয়েছে মূলত রাশিয়ার ডেপুটি অ্যাম্বাসেডর রোমান বাবুশকিন। ভারতকে তিনি প্রশংসার মোড়কে মুড়েছেন একটি প্রতিরক্ষা চুক্তি করতে গিয়ে। এই চুক্তি হয়েছে এস-৪০০ মিসাইল সিস্টেমকে কেন্দ্র করে।এদিন তিনি চুক্তি স্বাক্ষর করতে গিয়ে তিনি বলেন, “এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার সিদ্ধান্ত আমাদের প্রতিরক্ষা এবং কৌশলগত অংশীদারিত্ব কতটা উন্নত তার একটি খুব শক্তিশালী উদাহরণ এবং জাতীয় নিরাপত্তার জন্য তার আন্তর্জাতিক অংশীদারদের বেছে নেওয়ার ভারতের সিদ্ধান্তটি সার্বভৌমত্ব কতটা শক্তিশালী সেটাই বুঝিয়েছে”।একদিনের বিশেষ সম্মেলনে ভারত ও রাশিয়ার মধ্যে মোট ২৮টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং দুই পক্ষের তরফেই যৌথভাবে মোট ৯৯টি বিবৃতি জারি করা হয়েছে। কিন্তু, এর মধ্যে যেটা হয়ে ওঠেনি সেটা হল দুই মধ্যেকার একটি স্মারক স্বাক্ষর। এদিকে, জল্পনা রয়েছে যে, আমেরিকার তরফে এস-৪০০ মিসাইল সিস্টেমের নিষেধাজ্ঞা সংক্রান্ত সিদ্ধান্তের পরেই ওই স্মারক স্বাক্ষরিত হবে। তবে, বাবুশকিন স্পষ্ট করেন যে, খুবই কম সময়ের মধ্যে এই বৈঠক আয়োজিত হওয়ার
2021-12-15