ভারত মায়ানমারকে (Indo-Myanmer Relationship) ডুবোজাহাজ উপহার দেওয়ায় বেজায় চাপে পড়ল চিন। এই ডুবোজাহাজটি একটি অত্যাধুনিক কিলো ক্লাসের ডুবোজাহাজ। ‘এটি মায়ানমারের সর্বপ্রথম ডুবোজাহাজ’ বিদেশ মন্ত্রকের (Foreign Ministry) মুখ্যসচিব অনুরাগ শ্রীবাস্তব গতকাল এ কথা জানান। প্রসঙ্গত গতকাল নয়া দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক চলাকালীন মায়ানমার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি একথা জানান। তিনি বলেন ” দু দেশের সমুদ্র উপকূলবর্তী এলাকায় একে অপরকে দু দেশের সমুদ্র উপকূলবর্তী এলাকায় একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্যই মায়ানমারকে অত্যাধুনিক কিলো ক্লাসের ডুবো জাহাজটি উপহার দেওয়া হচ্ছে।” মায়ানমারকে দেওয়া এই অত্যাধুনিক ডুবোজাহাজ টির নাম হল আইএনএস সিন্ধুবীর। তিনি আরও জানান ” ঘটনা দুই দেশের সম্পর্ক আরও জোরদার করবে। প্রতিবেশী দেশের সামর্থ শক্তি বাড়িয়ে এশিয়ার সমস্ত মানুষকে নিরাপত্তা দেওয়াই আমাদের লক্ষ্য”।
বেশ কিছুদিন আগেই লাদাকে চিনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে ভারত। আর এরপর থেকেই ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার বিষয়ে ভীষণ রকম ভাবে তৎপর হয়ে উঠেছে। বেজিংয়ের উস্কানিতে ইতিমধ্যেই নেপাল ও পাকিস্তান ভারতের বিরুদ্ধে তৎপর হয়ে উঠেছে। বাংলাদেশ, মায়ানমার, শ্রীলংকার মত প্রতিবেশী দেশ ভারতের বিরুদ্ধে কোনো মন্তব্য করেনি। বিদেশ সচিবের দায়িত্ব পাওয়ার পরই অক্টোবর মাসের প্রথম সপ্তাহে সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানের সঙ্গে মায়ানমার সফরে যান হর্ষবর্ধন শ্রিংলা। যদিও মায়ানমার সফর থেকে ফিরে আসার পর এ বিষয়ে কিছুই জানা যায়নি। গতকালের সাংবাদিক বৈঠকেই এই কথা ঘোষণা করা হয়।