অদৃশ্য হয়ে গেল ইন্ডিয়া গেট! হ্যাঁ, ঠিকই পরছেন। শনিবার সকালে খুব কাছ থেকেও দেখা গেল না ইন্ডিয়া গেটকে, অনেকটা অদৃশ্য হয়ে যাওয়ার মতোই। সৌজন্যে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতার অভাব। শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল রাজধানী দিল্লি। কুয়াশা এতটাই বেশি ছিল যে স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছিল না।
ইন্ডিয়া গেট ছাড়াও দিল্লির অন্যত্র একই পরিস্থিতি ছিল। কুয়াশার জন্য এদিন ধীর গতিতে চলাচল করেছে যানবাহন, দৃশ্যমানতার অভাবে দিল্লিবাসী কার্যত নাজেহাল হয়ে পড়েছেন। ঘন কুয়াশার মধ্যে প্রাণের ঝুঁকি নিয়েই গাড়ি চলাচল করেছে। রাষ্ট্রপতি ভবন, সাউথ ব্লক, অক্ষরধাম, সিংঘু সীমা (দিল্লি-হরিয়ানা সীমা)-সর্বত্রই ঘন কুয়াশাচ্ছন্ন ছিল। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) অবশ্য আগেই জানিয়েছিল, শনিবার কুয়াশার চাদরে ঢাকা থাকবে দিল্লি-এনসিআর।
2021-02-20