আফগানিস্তান নিয়ে রাশিয়া যাচ্ছেন ভারতের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পঙ্কজ সরন

ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পঙ্কজ সরন আগামি সপ্তাহে রাশিয়া যাচ্ছেন। সেখানে আফগানিস্তান নিয়ে রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও উপ-বিদেশমন্ত্রী নিকোলাই পাত্রুশেভ এর সঙ্গে বৈঠক করবেন পঙ্কজ সরন।

পঙ্কজ সরন ১৯৮২ ব্যাচের IFS (ইন্ডিয়ান ফরেন সার্ভিস) আধিকারিক। ২০১৫ সালের নভেম্বরে রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়েছিল তাকে। এর আগে বাংলাদেশে নিযুক্ত ছিলেন ভারতীয় হাই কমিশনার হিসেবে।

২০০৭- ২০১২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তরের যুগ্মসচিব পদে বহাল ছিলেন তিনি। দেশের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে বহাল রয়েছেন IB-র (ইন্টেলিজেন্স বিউরো) প্রাক্তন অধিকর্তা অজিত দোভাল।

এর আগে জাতীয় ডেপুটি নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে বৈঠক করেছে ভারত, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। গত ০৪ আগস্ট, বুধবার, কলম্বো সিকিউরিটি কনক্লেভের আদলে ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। শ্রীলঙ্কা আয়োজিত এই বৈঠকে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলো বাংলাদেশ, মরিশাস এবং সেশেলস।

জাতীয় ডেপুটি নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের এই বৈঠকে কলম্বো সিকিউরিটি কনক্লেভের অধীনে সহযোগীতার মূল চারটি ক্ষেত্র নির্ধারণ করেছে সদস্য দেশগুলো। সেগুলো ছিল- সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাস ও মৌলবাদ নিয়ন্ত্রণ, পাচার এবং সংগঠিত অপরাধ দমন এবং সাইবার নিরাপত্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.