চীন সীমান্তে রণনীতি বদল ভারতের, মোতায়েন হল অতিরিক্ত ৫০০ কোম্পানি বাহিনী, অ্যালার্টে বায়ুসেনা

চীনের সঙ্গে জারি উত্তেজনার মধ্যে ৫০ হাজার অতিরিক্ত বাহিনী সীমান্তে পাঠাল ভারত। বিগত কয়েক মাস ধরে ভারত চীন সীমান্তের আলাদা আলদা জায়গায় বাহিনী, যুদ্ধ বিমান মোতায়েন করে চলেছে। ড্রাগনের বিস্তারবাদী নীতিতে লাগাম কষতে আর চীন সীমান্তে কড়া নজরদারির জন্য ভারত প্রায় দুই লক্ষ সেনা মোতায়েন করেছে। গত বছরের তুলনায় তা ৪০ শতাংশ বেশি।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বাস্তবিক নিয়ন্ত্রণ রেখায় ভারত ৫০ হাজার অতিরিক্ত জওয়ান পাঠিয়েছে। পাশাপাশি যুদ্ধ বিমানগুলিকেও অ্যালার্টে রাখা হয়েছে। যদিও, ভারতীয় সেনা আর প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র এই প্রশ্নের জবাবে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।


ভারত চীন সীমান্তে ড্রাগনের অতিক্রমণ রুখতে আগে থেকেই অনেক জওয়ান মোতায়েন করে রেখেছিল, কিন্তু এখন দল ভারী করে জবাবি হামলা আর চীন সীমান্তে প্রবেশ করার ক্ষমতা হাসিল করে নিয়েছে ভারত। সুত্র অনুযায়ী, ভারত এখন চীনের বিরুদ্ধে ‘অফেন্সিভ ডিফেন্স” রণনীতি আপন করার থেকে পিছু হটবে না। আর এর জন্য এক উপত্যকা থেকে অন্য উপত্যকা পরজন্ত জওয়ান আর হালকা হোয়াইটজার কামান নিয়ে আসা-যাওয়ার জন্য হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, এখনও এটা পরিস্কার হয়নি যে চীন সীমান্তে কত জওয়ান মোতায়েন করে রেখেছে, কিন্তু ভারত এই বিষয়ে অবগত যে, পিপলস লিবারেশ আর্মি সম্প্রতি তিব্বত থেকে জওয়ানদের শিনজিয়াং মিলিটারি কম্যান্ডে নিয়ে এসেছে। এঁরা ভারত সীমান্তে পেট্রোলিং করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.