দেশের করোনা-গ্রাফ নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় বেশ খানিকটা কমল দৈনিক সংক্রমণ। কমল মৃত্যু। মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন। একদিনে করোনার বলি আরও ৯০৭। সব মিলিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত গোটা দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৩ লক্ষ ১৬ হাজার ৮৯৭। দেশে আজ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩ লক্ষ ৯৭ হাজার ৬৩৭।
করোনার সেকেন্ড ওয়েভ বিদায়ের পথে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই আবহেও আতঙ্ক বাড়াচ্ছে সংক্রমণের তৃতীয় ঢেউ। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের মাঝামাঝি কোনও সময় দেশে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। তবে বিশেষজ্ঞদের অন্য একটি অংশের দাবি, অগাস্টেই দেশে নেমে আসবে করোনার থার্ড ওয়েভ। আশঙ্কার দোলাচলে সংক্রমণের তৃতীয় ধাক্কা মোকাবিলা নিয়ে তোড়জোড় শুরু রাজ্যে-রাজ্যে। মহামারীর এই কালে দুশ্চিন্তা বাড়িয়েছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। ভাইরাসের নয়া এই ধরন অত্যন্ত সংক্রামক। দ্রুত এটি মানবশরীরে ঢুকে ফুসফুসের মারাত্মক ক্ষতি করতে পারে বলে দাবি চিকিৎসকদের। ইতিমধ্যেই মহারাষ্ট্র, কেরল, মধ্যপ্রদেশে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মিলেছে।
তবে এই মুহূর্তে দেশের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্যই স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় বেশ খানিকটা কমল দৈনিক সংক্রমণ। কমল মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন। একদিনে করোনার বলি আরও ৯০৭। সব মিলিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত গোটা দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৩ লক্ষ ১৬ হাজার ৮৯৭। যদিও ইতিমধ্যেই দেশে করোনামুক্ত হয়েছেন ২ কোটি ৯৩ লক্ষ ৬৬ হাজার ৬০১। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ৫ লক্ষ ৫২ হাজার ৬৫৯। দেশে আজ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩ লক্ষ ৯৭ হাজার ৬৩৭।