করোনার সেকেন্ড ওয়েভ বিদায়ের পথে মনে করা হলেও স্বস্তি মিলছে না। ফের বাড়ল দৈনিক সংক্রমণ। ফের ৫০ হাজার ছাড়ার দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৮৪৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫৮ জনের।
করোনা কাঁপুনি জারি দেশে। ফের বাড়ল দৈনিক সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জন। যাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৮৯ লক্ষ ৯৪ হাজার ৮৫৫ জন। দেশে বর্তমানে করোনা অ্যাক্টিভ কেস ৬ লক্ষ ৪৩ হাজার ১৯৪। দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ৩ লক্ষ ৯০ হাজার ৬৬০ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণে লাগাম পরাতে গোটা দেশে টিকাকরণ কর্মসূচিতে গতি এনেছে কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্য মন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত মোট ২৮ কোটি মানুষের টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
গত বছরের মার্চ মাস থেকে গোটা দেশে ছড়িয়ে পড়ে করোনার সংক্রমণ। একটানা কয়েকমাস ধরে দাপট দেখানোর পর সংক্রমণের গতি কিছুটা মন্থর হয়েছিল। সংক্রমণ কমায় দেশজুড়ে বিধি-নিষেধও খানিকটা শ্লথ হয়। তবে মুহূর্তে দেশে আছড়ে পড়ে করোনার দ্বিতীয় ঢেউ। সংক্রমণের বিদ্যুৎ গতিতে বেসামাল হয়ে পড়ে গোটা দেশ। রাজ্যে-রাজ্যে হু হু করে ছড়াতে থাকে করোনার সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ে মৃত্যু। করোনার সংক্রমণে লাগাম টানতে দেশজুড়ে টিকাকরণ কর্মসূচিতে আরও বেশি জোর দিতে বলছেন বিশেষজ্ঞরা। দৈনিক সবচেয়ে বেশি করোনা ভ্যাকসিন (COVID vaccine) দেওয়ার রেকর্ড গড়ল অন্ধ্র প্রদেশ (Andhra Pradesh)। রবিবার সন্ধ্যা ৮ টা পর্যন্ত করোনা ভ্যাকসিনের ১৩ লক্ষেরও বেশি ডোজ দিয়ে নতুন রেকর্ড তৈরি করেছে এই রাজ্য। রাত ৯ টায় এই অনুষ্ঠান শেষ হয়। তারপর জানা যায় রাজ্য জুড়ে মোট ১৩ লক্ষ ৪৫ হাজার ৪ জনকে ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে।
তবে কেন্দ্রের তৎপরতাতেও স্বস্তি মিলছে না। এখনও বেশ কয়েকটি রাজ্যে প্রয়োজনের তুলনায় টিকার জোগান অত্যন্ত কম বলে অভিযেগা উঠছে। যা নিয়ে কেন্দ্রীয় সরকারের উপর ক্ষোভ বাড়ছে রাজ্যগুলির।