পাকিস্তানের ইটের জবাব পাথরে দিচ্ছে ভারত। এবার কূটনৈতিকভাবেও ইসলামাবাদকে কড়া ধমক ভারতের। পাক কূটনীতিবিদদের ডেকে পাঠিয়েছে ভারত। সীমান্তে পাকিস্তানের বর্বরতার কড়া জবাব দেওয়া হবে কূটনৈতিকভাবেও। পাক হাইকমিশনের কূটনীতিকদের ডেকে কড়া প্রতিবাদ জানাবে ভারত।
জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় বিনা প্ররোচনায় গোলাবর্ষণ চালাচ্ছে পাকিস্তান। ইতিমধ্যেই পাক সেনার হামলায় ৩ ভারতীয় জওয়ান-সহ বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছে ভারত।
ইতিমধ্যেই পাকিস্তানের এই বর্বরতার কড়া জবাব দিয়েছে ভারত। বারামুল্লার উরি সেক্টরের হাজিপুরে গোলাবর্ষণ শুরু করে পাক সেনা। ভারতীয় সেনার ছাউনি টার্গেট করা হয়। সীমান্ত লাগোয়া জনবসতি লক্ষ্য করেও শেলিং চালায় পাকিস্তান। যদিও পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারতও।
ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাক সেনার একের পর এক বাঙ্কার। ভারতীয় সেনার পাল্টা হামলায় কমপক্ষে ১০ পাক সেনা নিহত হয়েছে বলে জানা গিয়েছে। জখম হয়েছে বেশ কয়েকজন পাকিস্তানি সেনা। ভারতীয় সেনার প্রত্যাঘাতের ভিডিও সামনে আনা হয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, ভারতীয় সেনার ছোড়া মিসাইলে একের পর এক পাকসেনা ঘাটি ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে।
দিওয়ালির মরশুমে পাকিস্তানের এই হামলার কড়া জবাব দিচ্ছে ভারত। একদিকে সেনা যেমন যোগ্য জবাব দিয়ে চলেছে তেমনই কূটনৈতিকভাবেও পাকিস্তানের উপর চাপ বাড়াচ্ছে ভারত। ভারতের প্রত্যাঘাতের জেরে আগেই ইসলামাবাদে নিযুক্ত ভারতের হাই কমিশনারকে ডেকে পাঠিয়ে সতর্ক করে দিয়েছে পাকিস্তান।
একবার নয়, পরপর দু’বার ভারতীয় কূটনিতিকদের ডেকে পাঠায় ইসলামাবাদ। পাকিস্তানের সেই পদক্ষেপের পাল্টা আরও কড়া পদক্ষেপের পথে ভারত। এবার পাকিস্তানি কূটনীতিকদের ডেকে পাঠিয়ে কড়া প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত দিল্লির।