LAC তে উত্তেজনার মধ্যেই চিনের সঙ্গে পঞ্চম বৈঠকে সেনাপ্রধানেরা

ভারত-চিন সীমান্তে উত্তেজনার পরিবেশ স্বাভাবিক করতে রবিবার ফের বৈঠকে বসছে দুই দেশের উচ্চপদস্থ সেনা প্রধানেরা। সেনা সূত্রে জানানো হয়েছে, মলডোয় কমান্ডার পদের এই বৈঠক হবে সকাল ১১ টা নাগাদ।

সূত্র অনুযায়ী দু’দেশের তরফে সম্ভবত কথা বলে হবে, প্যানগং-গোগড়ার বর্তমান পরিস্থিতি নিয়ে। চিন আগে প্যানগং ও গোগড়া থেকে সেনা সরানোর কথা বললেও বৃহস্পতিবার ভারত স্পষ্ট জানিয়েছে, সেনা পুরোপুরি প্রত্যাহারের বিষয়ে দুই দেশই সম্মতি দিলেও এখনও পুরোপুরি সেনা প্রত্যাহার করেনি চিন।

মার্চের পর থেকে এই নিয়ে পঞ্চম দফা বৈঠক হতে চলেছে চিনের সঙ্গে। এর আগে একধিক বৈঠকে উভয় দেশ সেনা সরানোর কথায় সম্মতি দিলেও কার্যক্ষেত্রে চিন ওই বিতর্কিত এলাকা থেকে সম্পূর্ণ সেনা সরায়নি বলে দাবি করেছে ভারত। তবে চিনের দাবি সেনা সরানো হয়েছে।

এই টানাপোড়েনের মধ্যেই এই পঞ্চম দফা বৈঠকের দিকে নজর থাকছে দেশবাসীর। ভারতের তরফে বরাবরই দাবি করা হচ্ছে, চিনকে তাঁদের নিজস্ব এলাকায় ফিরে যেতে হবে।

সূত্রের খবর, ফিঙ্গার ৫ ও ফিঙ্গার ৮ এর মধ্যবর্তী এলাকায় নিজেদের স্থিতি মজবুত করেছে চিন। ওই এলাকা থেকে কোনো ভাবেই পিছু হঠছে না চিনা সেনা।

এর আগে জানা গিয়েছিল, প্যাংগং লেকের কাছে অতিরিক্ত নৌকা নিয়ে হাজির হয়েছে চিন। সাম্প্রতিক উপগ্রহ চিত্রে ধরা পড়েছে প্যাংগং লেকে অতিরিক্ত নৌকো এনেছে লালফৌজ। এসবের ওপরেই ভিত্তি করে আজ বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.