ভারতের বিরুদ্ধে সিএএটিএসএ নিষেধাজ্ঞা তুলে নেবার ব্যাপারে সম্মত হয়েছে মার্কিন দ্য হাউস অফ রিপ্রেসেন্টেটিভ। এদিকে, ভারত চিনকে রুখতে রাশিয়ার থেকে কিনছে এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম। প্রসঙ্গত, আমেরিকার সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের শীতল সম্পর্কের জেরে ভারতের ওপর অস্ত্র কেনার নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে আলোচনা চলছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার, ধ্বনি ভোটের মাধ্যমে এই সংশোধনী পাশ করানো হয়েছে।
এদিকে, ভারতের ওপর থেকে সিএএটিএসএ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য বাইডেন প্রশাসনকে আবেদন জানিয়েছিল ইন্দো আমেরিকান কংগ্রেস ম্যান আরও খান্না। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম কঠোর একটি আইন হল কাউন্টারিং আমেরিকাস অ্যাডভার্সরিজ থ্রু স্যানকশ অ্যাক্ট। এই বিশেষ আইন আমেরিকা সেই সমস্ত দেশের উপর প্রয়োগ করে, যারা রাশিয়ার কাছ থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র কেনে তাদের বিরুদ্ধে।
অন্যদিকে, এই গোটা বিষয়টিকে কেন্দ্র করে ক্যালিফোর্নিয়ার মার্কিন প্রতিনিধি খান্না জানিয়েছেন, ”চিনের আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকার ভারতের পাশে দাঁড়ানো উচিত। ইন্ডিয়া ককাসের ভাইস চেয়ার হিসেবে আমি দেশগুলির মধ্যে সম্পর্ক মজবুত করার চেষ্টা করছি এবং নিশ্চিত করার চেষ্টা করছি যে ভারতীয় সেনা যেন সঠিকভাবে ভারত-চিন সীমান্তকে সুরক্ষিত রাখতে পারে।”
2022-07-17