কেন্দ্র সরকার চীন থেকে আসা দুধ, চকোলেট এর সাথে দুগ্ধ যাত দ্রব্যের উপর নিষেধাজ্ঞা জারি রাখল। কমার্স মিনিস্ট্রির তরফ থেকে একটি নোটিফিকেশনও জারি করা হয়েছে। চীনের থেকে ভারতে আসা দ্রব্যের উপর জারি নিষেধাজ্ঞা আরও বাড়িয়ে দিয়েছে সরকার।
এই নিষেধাজ্ঞা গত রবিবার শেষ হয়ে গেছিল। কমার্স মিনিস্ট্রির ইউনিত ডায়রেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (DGFT) দেশে আমদানি আর রপ্তানি হওয়া দ্রব্যের দিকে নজর রাখে। এই নিষেধাজ্ঞা চীন থেকে আসা দুধের কিছু কনসাইনমেন্টে ম্যালামাইন পাওয়ার আশঙ্কা দেখে জারি করা হয়েছিল।
ম্যালামাইন এক প্রকারের কেমিক্যাল, যেটা প্লাস্টিক বানানো থেকে শুরু করে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে ব্যাবহার করা হয়। ম্যালামাইন এর কারণে ক্যান্সার আর কিডনিতে বড়সড় রোগ দেখা দিতে পারে। এর আগে বিশ্বের অনেক দেশ থেকেই ম্যালামাইন নিষিদ্ধ করা হয়েছে।
DGFT তাঁদের নির্দেশে বলেছে, ‘ চীনের থেকে আমদানি হওয়া দুগ্ধযাত দ্রব্যের উপর নিষেধাজ্ঞা আগামী আদেশ পর্যন্ত লাগু থাকবে।” এই নিষেধাজ্ঞা প্রথমে ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে লাগু হয়েছিল, আর এটা সময়ে সময়ে বাড়ানো হয়।
ভারত বিশ্বের সবথেকে বড় দুধের উৎপাদক দেশ। ভারতে প্রতি বছর আনুমানিক ১৫ কোটি টন দুধের উৎপাদন হয়।