সাউদাম্পটনের রোজবোল স্টেডিয়ামে এ বারের বিশ্বকাপে এখনও অবধি ধুঁকতে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে মেন ইন ব্লু-রা। কোহলি-ধোনি ছাড়াও সাদা বলে রোহিত-ধাওয়ানের ওপেনিং জুটি আর দ্বিতীয় উইকেটে সম্ভাব্য কে এল রাহুলের পারফরম্যান্স ১৩৫ কোটি ভারতীয়র মনে আশা জাগাচ্ছে। ব্যাটিং-এর সাথে সাথে এবারের আমাদের দুরন্ত বোলিং বিভাগও রয়েছে। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর বোলার জশপ্রীত বুমরাহ, আর তার সাথে চাহাল-কুলদীপ জুটির স্পিন অ্যাটাক, যে কোন প্রতিপক্ষের দুঃস্বপ্নের কারন হয়ে দাড়াতে পারে।
দক্ষিণ আফ্রিকার এই মুহূর্তে যা অবস্থা তাতে ভারতকেই এগিয়ে রাখছে ক্রিকেট বিশেষজ্ঞরা। বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার লজ্জাজনক হারের পর, তারা আবার ঘুরে দাড়াতে বদ্ধ পরিকর। কিন্তু এনগিডি, স্টেইনের ছিটকে যাওয়ায় উদ্বেগে দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট।