দেশের প্রথম জনজাতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় চাকরি গেল ইন্ডিয়া টুডে-র কলকাতার সেলস বিভাগের জেনারেল ম্যানেজার ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের।
জনজাতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কুর্নিস জানিয়েছেন অনেকেই। গর্ব করছে গোটা দেশ। কিন্তু এর মধ্যে গর্বের কিছু পাননি ইন্দ্রনীল। একটি টুইটে তিনি লিখেছেন, ‘আমি একজন গর্বিত পুরনোপন্থী। আমি যেমন সমকামী বিবাহ সমর্থন করি না, তেমনই অদিবাসী রাষ্ট্রপতি মানতে পারছি না’।
আরও একটা পোস্টে ইন্দ্রনীল লেখেন, সব মানুষকে সব পদে মানায় না। তাঁর কথায়, ‘কিছু পদ রয়েছে, যা বিশেষ ভাবে গৌরবের, ‘সকলের’ জন্য হতে পারে না। আমরা কি একজন সাফাইকর্মীকে দুর্গোপুজো করার অনুমতি দিতে পারি? একজন হিন্দু কি মাদ্রাসায় পড়াশোনো করবেন? এই ঘটনা আসলে শাসক দলের পাতি আর্থ-সামাজিক গিমিক। যাতে করে বিরোধী দলকে মধ্যমা দেখিয়ে ইচ্ছে মতো আইন পাশ করিয়ে নেওয়া যায়’।
ইন্দ্রনীলের ওই পোস্ট ঘিরে শোরগোল পড়ে যায়। চাপে পড়ে কিছুক্ষণের মধ্যে ওই পোস্ট মুছেও দেন তিনি। ক্ষমাও নাকি চেয়েছিলেন। কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি। সংস্থার তরফে জানানো হয়েছে সোশ্য়াল মিডিয়ায় অশালীন মন্তব্যের কারণে ওই কর্মীকে ছাঁটাই করা হয়েছে। সংস্থার আচরণবিধি তিনি লঙ্ঘন করেছেন বলে সংস্থার তরফে জানানো হয়েছে। ইন্দ্রনীলের এই সংকীর্ণ, মধ্যযুগীয় মানসিকতাকে ইতিমধ্যেই নিশানা করেছেন নেটিজেনরা। তাঁরা বলছেন, ২০২২ সালে দাঁড়িয়ে ঠিক কোন মানসিকতা থেকে একজন শিক্ষিত যুবক বলতে পারেন, একজন আদিবাসী রাষ্ট্রপতি হতে পারেন না, সাফাইকর্মী দুর্গাপুজো করতে পারেন না?