Ind vs Aus: অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে কমবয়সে অর্ধশতরান, দিনের শেষে স্কোর ৯৬/২

সিডনি টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে ভালো পারফরম্যান্সের পর দুই ওপেনারের দক্ষতায় দিনের শেষটাও মোটের ওপর ভালোই হল টিম ইন্ডিয়ার৷ তরুণ শুভমান গিলের অর্ধশতরানের সুবাদে ৪৫ ওভারে ২ উইকেটে ৯৬ রান করেছে ৷

এদিন চোট কাটিয়ে এবং কোয়ারেন্টাইন কাটিয়ে দলের সঙ্গে যোগ দেওয়া রোহিত শর্মা তরুণ শুভমান গিলকে নিয়ে ইনিংস ওপেন করেন৷ ৭৭ বলে ২৬ রান করেন রোহিত৷ তিনি হেজেলউডের শিকার৷ ওপেনার শুভমান এদিন শুরু থেকেই খুবই স্বচ্ছন্দ ছিলেন৷ তিনি ১০১ বলে ৫০ রান করেন৷ ৮ টি চার মারেন তিনি৷ তাঁকে অবশ্য প্যাট কামিন্স প্যাকআপ করে দেন৷

দিনের শেষে ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে ৷ পূজারা ৫৩ বলে ৯ রান করে অপরাজিত রয়েছেন, ৪০ বলে ৫ রান করেন রাহানে৷ এদিকে শুভমান গিলের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটবোদ্ধারা৷

তিনি ২০ বছর ৪৪ দিনে রবি শাস্ত্রী ১৯৮২ সালে ইংল্যান্ডে অর্ধশতরান করেছিলেন৷ ২০ বছর ১০৮ দিন -মাধব আপ্টে ইংল্যান্ড ১৯৫২-৫৩ সালে অর্ধশতরান করেছিলেন , পৃথ্বী শ ২০১৯-২০ সালে নিউজিল্যান্ডে ২০ বছর ১১২ দিন, ২১ বছর ১২২ দিনে শুভমান গিল অস্ট্রেলিয়ার মাটিতে অর্ধশতরান করেন ৷ তবে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে কম বয়সে অর্ধশতরানের নজির করলেন গিল৷

এদিকে এর আগে মেলবোর্নের ব্যর্থতা কাটিয়ে ফের স্বমেজাজে স্টিভ স্মিথ৷ তাঁর দুরন্ত শতরানের সৌজন্যেই সিডনি টেস্টের প্রথম ইনিংসে ৩৩৮ রানে পৌঁছল অস্ট্রেলিয়া৷ ১৩১ রান করে শেষ পর্যন্ত রান আউট হন স্মিথ৷ ভারতের সবথেকে সফল বোলার রবীন্দ্র জাদেজা৷ চার উইকেট নেওয়ার পাশাপাশি স্মিথকে রান আউটও করেন জাদেজা৷

স্মিথের পাশাপাশি অস্ট্রেলিয়ার হয়ে ৯১ রান করেন লাবুশানেও৷ যদিও সকালে বুমরা তাঁকে ফেরানোর পরই অস্ট্রেলীয় ইনিংসে ধস নামে৷ স্মিথ এবং লাবুশানে ছাড়া দ্বিতীয় দিনে সেভাবে বড় রান পাননি অস্ট্রেলিয়ার কোনও ব্যাটসম্যানই৷ ভারতের হয়ে দু’ উইকেট নেন জশপ্রীত বুমরা৷

জবাবে ভারতের হয়ে ওপেন করতে নেমে শুরুটা ভালই করেন রোহিত শর্মা ও শুভমন গিল৷ চোট কাটিয়ে এই টেস্টেই প্রত্যাবর্তন ঘটিয়েছেন রোহিত৷ মেলবোর্নের পর সিডনিতেও ভাল ফল করতে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার রানকে টপকে যাওয়াই ভারতের লক্ষ্য৷ এ দিনও বৃষ্টিতে বেশ কিছুটা সময় খেলা বন্ধ থাকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.