কম হলেও দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী। মোদী এদিন জিনোম সিকোয়েন্সিং বাড়ানোয় জোর দিয়েছেন। একইসঙ্গে মাস্ক পরা আবারও চালু করার নির্দেশ দিয়েছেন। নয়া ভ্যারিয়েন্টের দাপট আন্দাজ করতে পরীক্ষার সংখ্যাও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে।
বুধবার স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে সংক্রমিত ১১৩৪ জন। অ্যাক্টিভ কেস বেড়ে হয়েছে ৭ হাজার ২৬ জন। একদিনে করোনা ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে পাঁচজনের। খুব মারাত্মক না হলেও এই সংক্রমণ বৃদ্ধির পর থেকেই উদ্বিগ্ন কেন্দ্র।
অ্যাডিনো ভাইরাস ও ইনফ্লুয়েঞ্জার দাপটের মধ্যেই করোনা নতুন ভাবে মাথা চাড়া দেওয়ায় দুশ্চিন্তা বেড়েছে কেন্দ্রের। সেজন্যেই বুধবার উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী। প্রবীন নাগরিক ও কোমর্বিডিটি সহ ব্যক্তিদের জন্য মাস্ক বাধ্যতামূলক করতে হবে বলে নির্দেশ দিয়েছেন মোদী।
সেই সঙ্গে শ্বাসকষ্টের সমস্যায় ভোগা রোগীদের স্বাস্থ্য পরীক্ষায় জোর দেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। কোভিড বিধি আবারও ফিরিয়ে আনার দরকার, সেই সঙ্গে আধিকারিকদের হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রীর দাবি, কোভিড অতিমারি শেষ হতে এখনো অনেক দেরি আছে। প্রতিদিনের পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। কোভিড সংক্রমনে লাগাম দিতে পাঁচ দফা কৌশল অবলম্বনের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সংক্রমণের শুরুতেই পরীক্ষা করানো থেকে কোভিড বিধি পালনে নজরদারি করতে হবে। শ্বাসকষ্ট হলে পরীক্ষা করানোর মতো একাধিক পদক্ষেপ করতে হবে। সেই সঙ্গে হাসপাতালগুলিকে মকড্রিলের মাধ্যমে প্রস্তুতি নিতে হবে বলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।