বিবিসি-র দিল্লি ও মুম্বইয়ের অফিসে আয়কর হানা। গুজরাত দাঙ্গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় তুলে তথ্যচিত্র বানানো নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে। এর মধ্যেই বিবিসি-র দফতরে হানা আয়কর অফিসারদের। আচমকা এই অভিযানের কারণ এখনও স্পষ্ট নয়। বাজেয়াপ্ত করা হয়েছে কর্মীদের মোবাইল ফোনও।
প্রথমে জানা গিয়েছিল, শুধুমাত্র বিবিসির দিল্লির অফিসেই হানা দিয়েছে আয়কর দফতর। পরে জানা যায়, মুম্বইয়ের অফিসেও ঢুকে তদন্ত চালাচ্ছে তারা। সূত্রের খবর, বিবিসির অফিসে হানা দিয়েই কর্মীদের মোবাইল ফোনগুলি বাজেয়াপ্ত করা হয়। তাপরই তাঁদের বাড়ি চলে যেতে বলেন আয়কর দফতরের আধিকারিকরা।
প্রসঙ্গত, ২০০২-এর গুজরাত দাঙ্গা নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্রকে কেন্দ্র করে ভারতে বিতর্ক চলছে। বিবিসি তথ্যচিত্রটি ভারতে প্রদর্শনের ব্যবস্থা করেনি। কিন্তু সামাজিক মাধ্যমে সেটি ছড়িয়ে পড়েছে। তথ্যচিত্রটিতে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা এবং ভারতে মুসলিমদের দুর্দশা তুলে ধরা হয়েছে।
কেন্দ্র সরকার ভারতে এই তথ্যচিত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে। সেই নির্দেশ নিয়েও মামলা চলছে সুপ্রিম কোর্টে। উচ্চ আদালত, কেন্দ্রের থেকে নিষেধাজ্ঞা জারির বিষয়ে তাদের বক্তব্য জানতে চেয়েছে।
এই বিতর্ক যখন চলছে সেই আবহেই বিসিসি-র দুই অফিসে আয়কর হানা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু কেন এই হানা? এখনও পর্যন্ত এই হানার কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে ওয়াকিবহাল মহলের মতে, গুজরাত দাঙ্গা নিয়ে বিবিসি-র তথ্যচিত্রের কারণেই হতে পারে।