অপটিক্যাল ফাইবার কেবেল সাবমেরিনের আজ শিলান্যাস

কলকাতা, ১০ আগস্ট ২০২০: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) আজকে এক টুইটে বলেন 10 ই আগস্ট হচ্ছে একটি বিশেষ দিন, আমার আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের (Andaman and Nicobar Islands) ভাই এবং বোনদের জন্য। আজ সকাল ১০:৩০ চেন্নাই (Chennai) এবং আন্দামানের পোর্ট ব্লেয়ারের (Port Blair) যোগাযোগ স্থাপন করা অপটিক্যাল ফাইবার কেবেল (Optical Fibre Cable) (ও.এফ.সি.) সাবমেরিনের শিলান্যাস হবে।

আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের অপটিক্যাল ফাইবার কেবেল সাবমেরিনে থাকছে: দ্রুতবেগে ব্রডব্যান্ড সংযোগ, দ্রুত এবং নির্ভরযোগ্য মোবাইল এবং ল্যান্ডলাইন টেলিকম পরিষেবা, স্থানীয় অর্থনীতির উন্নতি সাধন এবং থাকছে ই-গভার্নেন্স, টেলিমেডিসিন ও টেলি-এডুকেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.